কলকাতা, 19 নভেম্বর: মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘর্ষের ঘটনায় উদ্বিগ্ন । তাই রাজ্যপাল সিভি আনন্দ বসুকে বেলডাঙায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার আবেদন জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
মুর্শিদাবাদের বেলডাঙায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় 200টি দোকান বন্ধ রয়েছে ৷ 50টি মন্দির ও প্যান্ডেল ভাঙা হয়েছে ৷ শতাধিক মানুষ আহত হয়েছেন ৷ 500 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । আর এরপরেই আজ এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকারের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল ।
বেলডাঙার ঘটনায় শুভেন্দু অধিকারীর বক্তব্য (ইটিভি ভারত) এই প্রেক্ষিতে মঙ্গলবার শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে আবেদন করেন যে, 24 ঘণ্টার মধ্যে যদি রাজ্য সরকার অ্যাকশন টেকেন রিপোর্ট তলবের কোনও উত্তর না পেলে নিরাপত্তা এবং সমস্ত সাংবিধানিক নিয়মের মধ্যে থেকে তিনি নিজে যেন একবার মুর্শিদাবাদের বেলডাঙায় পরিস্থিতি গিয়ে খতিয়ে দেখেন ।
তিনি আরও জানান যে, যেহেতু বিরোধী দলনেতা বা বিজেপিকে ওখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তাই রাজ্যপাল যদি একবার বেলডাঙায় যান তাহলে ওখানকার মানুষ কিছুটা সাহস পাবে ৷ এর পাশাপাশি অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা উচিত । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করা উচিত । এই ঘটনার পিছনে কয়েকটি নিষিদ্ধ সংগঠনের হাত রয়েছে ৷ তাই এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এই মামলা তুলে দেওয়া হোক ।
তিনি আরও অভিযোগ করে বলেন যে, "বিশেষ এক গোষ্ঠী এই কাজের জন্য দায়ী ৷ কিন্তু পুলিশের ক্ষমতা নেই এদের স্পর্শ করে । কারণ এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাঙ্ক । মুখ্যসচিবের সঙ্গে আমরা পাঁচ সদস্য প্রতিনিধি দল দেখা করতে চাই । এছাড়াও প্রশাসনের থেকে অনুমতি পেলেই বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল নিয়ে আমরা বেলডাঙায় যাব বলে সিদ্ধান্ত নিয়েছি । এছাড়াও বিজেপির পক্ষ থেকে বেলডাঙার ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা করা হবে । এছাড়াও যে মন্দিরগুলি ভাঙা হয়েছে সেগুলি সারিয়ে দেওয়া হবে । বিজেপির 67 জন বিধায়কদের বেতন থেকে সেই মন্দিরগুলি সারানো হবে ।"