কলকাতা, 29 অক্টোবর: বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মুকুটে নয়া পালক ৷ দ্বিতীয় বাঙালি হিসাবে বিশাল কৃতিত্ব অর্জন করতে চলেছেন তিনি ৷ প্রাক্তন রাষ্ট্রপতি তথা অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের পর তিনিই দ্বিতীয় বাঙালি, যিনি বিদেশের মাটিতে G20 বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন ৷
G20 দেশগুলির শিক্ষামন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে দক্ষিণ আমেরিকার ব্রাজিল শহরে । সেখানেই আগামী 30 অক্টোবর ভারতের হয়ে অংশগ্রহণ করবেন সুকান্ত মজুমদার । এই সুযোগ করে দেওয়ার জন্য তিনি কৃত্বজ্ঞতা প্রকাশ করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷
দ্বিতীয় বাঙালি হিসাবে বিশাল কৃতিত্ব অর্জন তাঁর (ইটিভি ভারত) এ বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, "G20 সদস্য দেশগুলির শিক্ষামন্ত্রীদের বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা নিঃসন্দেহে একটা বড় সুযোগ । এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই ৷ তাঁর আমলে দেশের শিক্ষা ব্যবস্থা যেভাবে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে এবং একই সঙ্গে শিক্ষাকে আরও বেশি প্রাসঙ্গিক করার জন্য যেসব একাধিক পদক্ষেপ করা হয়েছে, সেগুলি বিশ্বের সামনে G20 সম্মেলনে তুলে ধরা হবে ।"
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর কথায়, "প্রাপ্তবয়ষ্কদের শিক্ষা দান থেকে শুরু করে কমিউনিটি এডুকেশন যেমন বিদ্যাশক্তি বা বিদ্যানঞ্জলীর মতো উদ্যোগগুলিকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেই বিষয়গুলি বিশ্ব দরবারে তুলে ধরা হবে । এছাড়াও, শিক্ষার ডিজিটালাইজেশনের মতো শিক্ষা ক্ষেত্রে যে একাধিক প্রকল্প চালু করা হয়েছে, যার থেকে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী উপকৃত হয়েছে, সেইসব বিষয়গুলির সম্বন্ধে বাকি দেশগুলিকে জানানো এবং একই সঙ্গে বাকি দেশগুলিতে কী কী প্রকল্প চালু করেছে, সেইসব বিষয়গুলি জানা যাবে ওই অনুষ্ঠানে ।"
সুকান্ত মজুমদার জানান, G20 সম্মেলনে চার সদস্য দেশ ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করবেন তিনি ৷ যেখানে শিক্ষা ক্ষেত্রে ভারত কী কাজ করছে সেগুলি তুলে ধরা হবে । পাশাপাশি ওই দেশগুলি কী কী পদক্ষেপ করেছে তাও আলোচনা হবে । ভারতে নিজেদের ক্যাম্পাস খোলার জন্য অন্যান্য দেশগুলিকে আহ্বান জানানো হবে । এক কথায়, যাতে আগামিদিনে ভারত গোটা পৃথিবীর এডুকেশন হাব হয়ে উঠতে পারে তার চেষ্টা করা হবে । তবে তিনি পরিষ্কার করে দেন, কন্যাশ্রী নিয়ে কিছু বলার নেই ৷ কারণ মূলত কেন্দ্র সরকারের উদ্যোগগুলি নিয়েই কথা হবে । তাছাড়া যেখানে মহিলা সুরক্ষিত নন, সেখানে কন্যাশ্রী দিয়ে কী হবে ।