মালদা, 4 ফেব্রুয়ারি: নাবালিকার মুণ্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় এখনও ক্ষোভে ফুঁসছে মালদা শহর ৷ প্রতিদিনই দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নামছে শহরবাসী ৷ শনিবার রাতে রাজ্য শিশু সুরক্ষা কমিশন পরিবারের সঙ্গে দেখা করে ৷ রবিবার সকালে নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷
এদিন সাংবাদিক বৈঠকে সুকান্ত বলেন, "কেন, কীভাবে এই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটল, তা নিয়ে উচ্চস্তরীয় তদন্ত হওয়া উচিত ৷ ধৃত যুবক একাই এই ঘটনা ঘটিয়েছে নাকি আরও কেউ জড়িত আছে, তাও দেখতে হবে ৷" তাঁর অভিযোগ, পুলিশের তদন্তে গাফিলতি রয়েছে ৷ বিজেপি সাংসদ বলেন, "আমাদের কাছে খবর এসেছে, ঘটনাস্থলে এখনও নাবালিকার চশমা পড়ে রয়েছে ৷ নিয়ম অনুযায়ী চব্বিশ ঘণ্টার মধ্যে সব সামগ্রী পুলিশের হেফাজতে চলে যাওয়া উচিত ৷" প্রশাসন জেলায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে ক্ষোভ উগরে দেন বিজেপি নেতা ৷
তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী মালদায় যখন ছিলেন, সেই সময় এই ঘটনা ঘটেছে ৷ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা দেখতে গিয়ে মৃতদেহ উদ্ধার করতে সময় লেগেছে ৷ রাজ্যের প্রশাসনিক প্রধানের উপস্থিতিতে যদি এই ঘটনা ঘটে তবে নিশ্চিত যে অপরাধীদের মনে পুলিশকে নিয়ে কোনও ভয় নেই ৷ আমরা খবর পেলাম, মূল অভিযুক্ত নেশা করত ৷ স্থানীয় সূত্রেও আমরা জানতে পেরেছি, মালদায় যুবক-যুবতীদের মাদক ভয়ঙ্করভাবে প্রভাবিত করছে ৷"