কলকাতা, 27 এপ্রিল: রিভিউ এবং স্ক্রুটিনির ফল এবার মিলবে সাতদিনের মধ্যে । তবে এর জন্য দিতে হবে আলাদা মূল্য । উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024-এর ফল ঘোষণা হচ্ছে আগামী 8 মে। দুপুর একটার সময় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে ফল। দুপুর তিনটে থেকে অনলাইনে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা ৷ মার্কশিট হাতে পাবেন 10 তারিখ।
এই 10 তারিখ থেকেই শুরু হবে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করার ব্যবস্থা। 'তৎকাল' স্ক্রুটিনি বা রিভিউয়ের আবেদনের সময়সীমা থাকছে ওইদিন দুপুর দু'টো থেকে আগামী 13 মে মধ্যরাত পর্যন্ত। তবে এর পাশাপাশি সাধারণ পরিষেবাও চালু থাকছে। সাধারণ পরিষেবার জন্য বরাদ্দ সময় হল 10 তারিখ দুপুর দু'টো থেকে 25 মে মধ্যরাত পর্যন্ত। মূলত রিভিউ বা স্ক্রুটিনি ফল প্রকাশিত সময় লাগে 45 দিন। রিভিউ (পিপিআর) অর্থাৎ নতুন করে খাতা পুনর্মূল্যায়ন করা। স্ক্রুটিনিতে (পিপিএস) খাতার নম্বর গুলোকে পুনরায় যোগ করা হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পর থেকেই এই দুটির প্রবল চাহিদা থাকে।
বহু ছাত্র-ছাত্রীরায় রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন জানায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে। এইবারও সেই ব্যবস্থাই থাকছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট (https://wbchseapp.wb.gov.in/portal/dashboard_student) এই লিঙ্কে গিয়ে নিজেদের আবেদন জানাতে পারবেন পরীক্ষার্থীরা। প্রতিবারের ন্যায়ের জন্য ধার্য করা হয়েছে মূল্য। সাধারণভাবে কেউ যদি স্ক্রুটিনি করাতে চায় তাহলে তাকে দিতে হবে 150 টাকা, রিভিউয়ের জন্য হল 200 টাকা।
অন্যদিকে, তৎকাল স্ক্রুটিনির জন্য দিতে হবে 800 টাকা, অপরদিকে রিভিউয়ের জন্য 600 টাকা। এই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "অনেকের জরুরি ভিত্তিতে সংশোধিত মার্কশিট প্রয়োজন হয়। কারণ, সাধারণ পিপিআর, পিপিএস-এ সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হতে 45 দিন। অনেকদিন ধরেই ছাত্রছাত্রীদের দাবি ছিল, পিপিআর, পিপিএসটা যদি তাড়াতাড়ি করা যায়। আমরা যাদের জরুরিভিত্তিতে দরকার, সেই অংশের জন্য তৎকাল পরিষেবা চালু করছি। এই ব্যবস্থায় আমরা সাতদিনে ফল প্রকাশ করে দেব।"
কীভাবে এই বিষয়টা হবে সেটাও স্পষ্ট করেছেন সভাপতি। কোনও ছাত্র বা ছাত্রী 'তৎকাল' পরিষেবার জন্য আবেদন করলে সেই পরীক্ষার্থীর ওই উত্তরপত্রটি যে প্রধান পরীক্ষকের কাছে রয়েছে, তাঁর কাছে তৎক্ষণাৎ যাবে একটি মেসেজ। তারপর মার্কস জমা দেওয়ার পোর্টালে নিজস্ব লগ-ইন আইডি, পাসওয়ার্ড দিয়ে ঢুকলেও প্রধান পরীক্ষক দেখতে পাবেন তৎকাল আবেদন জমা পড়েছে। সেখানেই পরীক্ষার্থীর উত্তরপত্র দেখে রিভিউ বা স্ক্রটিনি করে সংশোধিত নম্বর জমা দেওয়ার ব্যবস্থা থাকছে। নম্বর জমা দিলেই তা সংসদের কাছে চলে আসবে। দ্রুত সংশোধিত মার্কশিট ছাপিয়ে তা আঞ্চলিক দফতরের পাঠিয়ে দেবে সংসদ। যদি সম্পূর্ণ বিষয়টা সাত দিনের মধ্যে করতে না-পারে তাহলে সাধারণ রিভিউ এবং স্ক্রুটিনির জন্য ধার্য করা মূল্যটি কেটে বাকি পুরো টাকাই ফেরত দিয়ে দেওয়া হবে ৷
আরও পড়ুন:
- মে মাসের শুরুতে মাধ্যমিকের ফল! প্রস্তুত উচ্চ মাধ্যমিকও
- সাপ্লিমেন্টরির সুবিধা! উচ্চমাধ্যমিকে তৃতীয় সেমেস্টারে ফেল করলে বসার সুযোগ থাকছে চতুর্থতেও
- কেমন হবে একাদশের সেমেস্টার পদ্ধতির প্রথম ও তৃতীয় পরীক্ষার ধরন, জানাল সংসদ