পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ম্যানেজমেন্ট পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, কলেজে ব়্যাগিংয়ের শিকার; দাবি পরিবারের

Student Mysterious Death: ম্যানেজমেন্ট পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ৷ পরিবারের তরফে তোলা হয়েছে ব়্যাগিংয়ের অভিযোগ ৷ তদন্ত শুরু করেছে পুলিশ।

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 10:12 PM IST

Etv Bharat
প্রতীকী ছবি

ম্যানেজমেন্ট পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু

দুর্গাপুর, 11 ফেব্রুয়ারী: ফের কলজে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ৷ এবার ঘটনাস্থল দুর্গাপুর। পরিবারের তরফ থেকে তোলা হয়েছে ব়্যাগিংয়ের অভিযোগ ৷ দুর্গাপুরের নিউটউনশিপ থানার ফুলঝোড় মোড় সংলগ্ন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে প্রথম বর্ষের বিবিএ পড়ুয়ার রহস্যময় মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃত পড়ুয়ার নাম রাজদীপ সরকার (18)। পূর্ব বর্ধমানের আউসগ্রামের দাড়িয়াপুরের বাসিন্দা।

মৃত ছাত্রের জেঠু চঞ্চল সরকারের অভিযোগ, "রবিবার কলেজ থেকে ফোন আসে। বলা হয়, রাজদীপ গুরুতর অসুস্থ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ হাসপাতালে পৌঁছাতেই খবর পাই মৃত্যু হয়েছে রাজদীপের। রাজদীপের চোখে মুখে আঘাতের চিহ্ন ছিল।" কলেজে গিয়ে তাঁরা জানতে চান কীভাবে মৃত্যু হয়েছে তাঁদের ছেলের? তখন কলেজ কর্তৃপক্ষ প্রথমে জানান খাট থেকে পড়ে গিয়েছিলেন রাজদীপ। তারপর আবার জানায়, ফোন করতে করতে পড়ে গিয়েছেন। পরিবারের দাবি, তাদের স্পষ্ট ভাবে কোনও কথাই জানাচ্ছে না কলেজ। হস্টেলের ওই রুমে রাজদীপের সঙ্গে থাকা আরও তিন সহপাঠী, কলেজ কর্তৃপক্ষ এবং হোস্টেল সুপারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পরিবারের তরফে র‌্যাগিংয়ের অভিযোগও তোলা হয়েছে ৷ চঞ্চল সরকারের আরও অভিযোগ, "কলেজ কর্তৃপক্ষের কথায় চূড়ান্ত অসঙ্গতি রয়েছে। শুনে মনে হচ্ছে র‍্যাগিংয়ের জেরে আমাদের ঘরের ছেলের এই মর্মান্তিক মৃত্যু হল। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক ।"

মৃত ছাত্রের প্রতিবেশী প্রবীর লাহার অভিযোগ, "সকালে রাজদীপ তাঁর মাকে ফোন করেছিলেন। তারপর দুপুরে কলেজ কর্তৃপক্ষ জানায় রাজদীপের মর্মান্তিক পরিণতির কথা। আমরা চাইছি, রাজদীপের রুমমেট যারা ছিল তাঁদেরকে খুঁজে বের করা হোক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি আমরা।" যদিও র‌্যাগিংয়ের অভিযোগ অস্বীকার করেছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের প্রিন্সিপাল রাজদীপ রায় র‍্যাগিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন। পাশাপাশি তদন্তে সব রকম সাহায্য করবেন বলেও জানিয়েছেন তিনি ৷ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছে নিউ টাউনশিপ থানার পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details