পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হস্টেলের ঘর থেকে উদ্ধার পলিটেকনিক ছাত্রীর ঝুলন্ত দেহ, পাশেই মিলল সুইসাইড নোট - Student Body Recovered - STUDENT BODY RECOVERED

Body Recovered from College Hostel: কলেজের হস্টেল থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ৷ দেহের পাশ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট ৷ তদন্ত শুরু করেছে আলিপুর থানার পুলিশ ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 10:40 PM IST

কলকাতা, 12 এপ্রিল:ফের কলেজের হস্টেলে অস্বাভাবিক মৃত্যু ছাত্রীর । পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের বাসিন্দা ওই ছাত্রীর নাম নন্দিতা লাহা (18)। যোধপুর পার্কের কাছে অবস্থিত এক পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন তিনি ৷ হস্টেল থেকে ঝুলন্ত অবস্থায় শুক্রবার তাঁর দেহ উদ্ধার করে আলিপুর থানার পুলিশ । তার সঙ্গে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয় । পুলিশ সূত্রে খবর, সেই চিঠিতে একাধিক ক্ষোভের কথা তুলে ধরেছেন ওই ছাত্রী ।

পুলিশ সূত্রে খবর, ওই সুইসাইড নোটে লেখা আছে ওই ছাত্রী সাহিত্য নিয়ে পড়তে চেয়েছিল । কিন্তু পরিবার তা পড়তে দেয়নি । সেই থেকেই বেশ কিছু ক্ষোভ সৃষ্টি হয় ওই পড়ুয়ার । এমনকী পুলিশ তাঁর হোস্টেলের ঘর থেকে মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেছে । সেই মোবাইল ফোনে সোশাল মিডিয়ায় বন্ধু-বান্ধবের সঙ্গে বেশ কিছু কথোপকথন চালান তিনি । বেশ কিছু ফোন রেকর্ড খতিয়ে দেখছে আলিপুর থানার পুলিশ । তবে এখনও পর্যন্ত তেমন উল্লেখযোগ্য কিছু তথ্য মেলেনি । এর পাশাপাশি হস্টেলের বেশ কিছু সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ । কিন্তু সেখানেও এই মৃত্যুর সঙ্গে সম্পর্কিত কোনও বিষয় দেখা যায়নি ।

প্রসঙ্গত, কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য । হস্টেলে রহস্যমৃত্যু হয়েছিল প্রথম বর্ষের বাংলা বিভাগের এক ছাত্রের । তার ভিত্তিতে বেশ কিছুজনকে গ্রেফতার করে পুলিশ । এই মৃত্যুর কারণ হিসেবে ব়্যাগিংয়ের অভিযোগ সামনে আসে । সেই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় । কেন হস্টেলে সিসিটিভি নেই ? কেন ক্যাম্পাসে সিসিটিভি নেই ? এমনই বেশ কিছু প্রশ্ন ওঠে । পরিস্থিতি খতিয়ে দেখার জন্য ইউজিসির দল বিশ্ববিদ্যালয়ে এসেছিল । তবে তারপর সিসিটিভি লাগানোর কাজ শুরু হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৷ তারপর ফের এক ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনা সামনে এল ৷

আরও পড়ুন :

  1. হস্টেলের পাঁচতলা থেকে পড়ে ছাত্রীর রহস্যমৃত্যু, সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের
  2. কলেজের হস্টেল থেকে প্রথম বর্ষের ছাত্রীর দেহ উদ্ধার, তরুণী ভিনরাজ্যের বাসিন্দা

ABOUT THE AUTHOR

...view details