কল্যাণী এইমসকে পরিবেশগত ছাড়পত্র দিল না রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কলকাতা, 24 ফেব্রুয়ারি: রবিবার কল্যাণী এইমসের ইন্ডোর পরিষেবা গুজরাতের রাজকোট থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার আগেই এই হাসপাতালের পরিবেশগত ছাড়পত্র নিয়ে নয়া বিতর্ক দেখা দিয়েছে ৷ শনিবার রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কল্যাণী এইমসের ইন্ডোর ভবনের পরিবেশগত ছাড়পত্র দেওয়া যাবে না ৷
দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে খবর, 2 লক্ষ 22 হাজার 786 বর্গমিটার অঞ্চলে তৈরি হাসপাতালটিকে পরিবেশগত ছাড়পত্র এখনই দেওয়া সম্ভব নয় ৷ কিন্তু কারণটা কী ? মূলত দু’টি বিষয় ৷ হাতিয়ার করা হচ্ছে সুপ্রিম কোর্টের দু’টি রায়কে ৷ একটি গত 2 জানুয়ারি এবং পরবর্তীতে 2 ফেব্রুয়ারি ৷ কী রয়েছে সেই রায়ে ? এ নিয়ে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র বলেন, "এই হাসপাতাল নির্মাণের দায়িত্বে রয়েছে এইচএসসিসি ইন্ডিয়া লিমিটেড ৷ এই ভবন তৈরির কাজ অনেকটা এগিয়ে যাওয়ার পরে পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন করা হয়েছে ৷ যেহেতু ছাড়পত্রে আবেদনে অনেক দেরি হয়েছে ৷ তাই ভায়োলেশন ক্যাটাগরিতে 2022 সালের 6 অক্টোবর আবেদন করা হয়েছিল ৷"
কী এই ভায়োলেশন ক্যাটেগরি ? তিনি বলেন, "তৎকালীন নিয়ম অনুযায়ী, দায়িত্বে থাকা দু’টি কেন্দ্রীয় সংস্থা মোট 15 কোটি টাকা মোট জরিমানার কথা জানিয়ে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় ৷ তবে, সংস্থার পক্ষ থেকে 2023 সালের 22 সেপ্টেম্বর স্টেট এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটিকে একটি চিঠি করে, এই জরিমানা মকুব করার আবেদন করা হয় ৷ সেই চিঠি স্টেট এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটি পাঠিয়ে দেয় পরিবেশ মন্ত্রককে ৷ পরিবেশ মন্ত্রকের এই বিষয়ে কোনও নির্দেশিকা আসার আগেই, সুপ্রিম কোর্ট রায় দেয় জরিমানার বদলে কোনও ছাড়পত্র দেওয়া যাবে না ৷ ফলে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, এখনই ছাড়পত্র দেওয়া সম্ভব নয় ৷ সুপ্রিম কোর্ট তার আগের নির্দেশ প্রত্যাহার করার পরেই, আমরা কিছু করতে পারব ৷"
ছাড়পত্র না-পাওয়ার পরেও, যদি উদ্বোন হয় ও পরিষেবা চালু হয়, সেক্ষেত্রে পর্ষদের কী করণীয় ? এই প্রশ্নের উত্তরে কল্যাণ রুদ্র বলেন, "আমরা ইতিমধ্যে পরিবেশ আদালতে জানিয়েছি গোটা বিষয়টা ৷ দেশের কোনও নাগরিক বা কোনও সরকার সুপ্রিম কোর্টের রায় লঙ্ঘন করতে পারে না ৷ এক্ষেত্রে লঙ্ঘিত হলে আইনের পথ নেওয়া হবে ৷ এমন ঘটনা শুধু এইমস কল্যাণীর ক্ষেত্রে নয়, রাজ্যে আরও 25টি প্রকল্পের ক্ষেত্রে ঘটেছে ৷ কেন্দ্রীয় পরিবেশ পোর্টালে গেলেই তথ্য মিলবে ৷"
আরও পড়ুন:
- দুর্নীতি করে এইমসে চাকরি দিইনি, ক্ষমতায় এলে আরও দেব ; জগন্নাথের মন্তব্য ঘিরে চাঞ্চল্য
- দুর্নীতির তদন্ত করতে সিআইডিকে কেন্দ্রের অনুমতি নিতে হবে, কল্যাণী এইমস মামলায় নির্দেশ হাইকোর্টের
- কল্যাণী এইমসে বেআইনি নিয়োগের অভিযোগ, সিআইডি'র থেকে রিপোর্ট তলব হাইকোর্টের