শিলিগুড়ি, 22 জুন: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিষেবা ও অবদানের জন্য ধন্যবাদ জানাল রাজ্য সরকার। শনিবার রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মুখ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষকে ওই শুভেচ্ছাবার্তা পাঠান। রাজ্য সরকারের তরফে ওই স্বীকৃতি পেয়ে খুশি হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হাসপাতালের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন।
হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, "এটা আমাদের কর্তব্য। আমরা চেয়েছিলাম প্রত্যেকটি প্রাণ বাঁচাতে। সত্যি বলতে ওই দিন হাসপাতালের প্রতিটি বিভাগের সমস্ত চিকিৎসক, নার্স থেকে সাফাই কর্মীরা যেভাবে এগিয়ে এসেছিলেন তা সত্যি অভাবনীয়। আমরা আহতদের খুব ভালোভাবে চিকিৎসা করে সুস্থ করে তুলতে পেরেছি। রক্তের সংকট মেটাতে জুনিয়র চিকিৎসকরা পর্যন্ত এগিয়ে এসে রক্তদান করেছে। রাজ্যের এই স্বীকৃতি ও শুভেচ্ছা আগামীতেও আমাদের উদ্বুদ্ধ করবে।"