কলকাতা, 23 জুন: আবার বিধায়কদের শপথ নিয়ে দোলাচল ! এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত বঙ্গে । লোকসভা নির্বাচনের সঙ্গেই উপনির্বাচন সংঘটিত হয়েছিল রাজ্যের দুই বিধানসভা আসনে । দুই আসনেই জয় পেয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । কিন্তু দেখা গেল, এই দুই বিধায়কের শপথে বিধানসভাকে এড়িয়ে যেতে চাইছে রাজভবন । আর তাতেই নজিরবিহীন সংঘাতের আবহ তৈরি হয়েছে ।
জানা গিয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস নবনির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণের অনুষ্ঠানের আয়োজন করেছেন ৷ আগামী 26 জুন দুপুর 12টায় রাজভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এখানেই বরানগরের নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার পড়েছেন অদ্ভুত এক দোলাচলের মধ্যে । কারণ রীতি মেনে বিধানসভায় এই শপথ হলে কোনও অসুবিধা হওয়ার কথা ছিল না । কিন্তু বিধানসভাকে উপেক্ষা করে রাজভবনে শপথ হওয়ার কারণে বাংলার শাসকদল মনে করছে, বিধানসভাকে শুধু উপেক্ষা নয় বরং অপমান করা হচ্ছে । এই অবস্থায় তারা কোন দিকে যাবেন, ঠিক করতে পারছেন না ।
এই চিঠি নিয়ে ইটিভি ভারত কথা বলে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে । তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে এই শপথকে ঘিরে জটিলতা তৈরি করা একটা চেনা ঘটনা হয়ে দাঁড়িয়েছে । আসলে এসব করে শিরোনামে থাকতে চাইছেন রাজ্যপাল । তিনি মনে করছেন, বিধানসভাকে উপেক্ষা করে বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে না । নিজে রাজ্যের সাংবিধানিক প্রধান হয়েও রাজ্যপাল অপর সংবিধানিক সংস্থা বিধানসভাকে অসম্মান করতে চাইছেন । আর সেটা তাঁরা কোনও ভাবেই মেনে নেবেন না । তিনি ইঙ্গিত দিয়েছেন, শেষ পর্যন্ত যদি রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হয় তাহলে উপস্থিত থাকবেন না তৃণমূল কংগ্রেসের কোনও বিধায়ক ।