কলকাতা, 29 এপ্রিল:2 মের মধ্যে এসএসসি চেয়ারম্যানকে 2016 সালের শিক্ষক নিয়োগ পরীক্ষায় যোগ্য ও অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা জমা দিতে হবে । নয়তো রাস্তায় নামবেন বলে হুঁশিয়ারি দিলেন যোগ্য চাকরিপ্রার্থীরা । সোমবার ফের সুপ্রিম কোর্টে উঠবে এসএসসির মামলা । ফলে হাইকোর্টের রায়কে এখনও পর্যন্ত স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট । তা নিয়ে হতাশা থাকলেও, কিছুটা স্বস্তি দেখা গেল সুপ্রিম কোর্টের কিছু পর্ববেক্ষণে । কিন্তু এই বিষয়ে তাঁরা রাজনীতির স্বীকার বলে মনে করছেন যোগ্য চাকরিপ্রার্থীরা ।
সোমবার একটি সাংবাদিক বৈঠক ডাকেন 2016 সালের যোগ্য শিক্ষক অধিকার মঞ্চ । সেখানে তাঁরা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন । কেন যোগ্যদের চিনিয়ে দিচ্ছে না কমিশন, সেই প্রশ্ন তুললেন হাইকোর্টের রায়ে সদ্য চাকরিহারারা । নবম-দশমে সদ্য চাকরি হারিয়েছেন স্বর্ণালী চক্রবর্তী ।
তিনি বলেন, "2016 সালের গেজেট অনুযায়ী পরীক্ষার এক বছরের মধ্যে ওএমআর নষ্ট করে দেওয়া নিয়মের মধ্যেই আছে । কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছে, 2018-13 সালের বহু মানুষ আরটিআই করে চাকরি পেয়েছেন । তার অর্থ, কমিশনের কাছে ওএমআর সিট আছে । আমাদের বক্তব্য, আমরা যে যোগ্য, আমরা যে সঠিক পন্থা অবলম্বন করেই চাকরি পেয়েছি, তার প্রমাণ দিতে এসেছি । দরকার হলে আবার ভেরিফিকেশন করা হোক ।"