হাওড়া, 4 জানুয়ারি:চলতি মাসেই গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হতে চলেছে। আর গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বিশেষ ইএমইউ ট্রেন চলাচলের ব্যবস্থা করল পূর্ব রেল। পূর্ব রেলের পক্ষ থেকে গঙ্গাসাগর মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের প্রত্যাশিত ভিড় সামাল দিতে 6 দিন অর্থাৎ 12, 13, 14, 15, 16 ও 17 জানুয়ারি শিয়ালদা/কলকাতা টার্মিনাল স্টেশনে বিশেষ ট্রেনের চলবে বলে শুক্রবার জানানো হয়েছে পূর্ব রেলের তরফে ৷
নির্দেশিকা অনুযায়ী লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় 12টি গ্যালোপিং ইএমইউ গঙ্গাসাগর মেলা স্পেশাল ট্রেন চালানো হবে। এছাড়াও 3টি বর্তমান ইএমইউ লোকালকে আরও সম্প্রসারিত করার কথা জানিয়েছে পূর্ব রেল।
কলকাতা/শিয়ালদা (দক্ষিণ) মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় গ্যালোপিং ইএমইউ স্পেশাল ট্রেন (12-17 তারিখ)
- আপ নামখানা-শিয়ালদা লোকাল সকাল 09.10 মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে বেলা 11.35 মিনিটে নামখানা পৌঁছবে।
- আরেকটি নামখানা-শিয়ালদা লোকাল সন্ধ্যা 06.35 মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে রাত 09.25 মিনিটে নামখানা পৌঁছবে।
- লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লোকাল রাত 11.15 মিনিটে ছেড়ে রাত 12.48 মিনিটে লক্ষ্মীকান্তপুর পৌঁছবে। এই ট্রেনটির সঙ্গে 34933 আপ নামখানা-লক্ষ্মীকান্তপুর রেক চলবে।
- লক্ষ্মীকান্তপুর-নামখানা 13 থেকে 18 তারিখ পর্যন্ত 34711 আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা (দক্ষিণ) লোকাল ভোর 03.00 নাগাদ লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়বে।
- অপরদিকে, আপ নামখানা-লক্ষ্মীকান্তপুর লোকাল রাত 02.05 মিনিটে ছেড়ে ভোর 03.00 নাগাদ লক্ষ্মীকান্তপুর পৌঁছবে।
- ডাউন লাইনে, শিয়ালদা-নামখানা লোকাল (গ্যালোপিং) শিয়ালদা থেকে ভোর 06.15 মিনিটে ছেড়ে সকাল 08.45 মিনিটে নামখানা পৌঁছবে।
- অপর একটি শিয়ালদা-নামখানা লোকাল (গ্যালোপিং) দুপুর 02.40 মিনিটে ছেড়ে বিকেল 05.33 মিনিটে নামখানা পৌঁছবে।
- কলকাতা-নামখানা লোকাল (গ্যালোপিং) রাত 09.30 মিনিটে ছেড়ে রাত 01.05 মিনিটে নামখানা পৌঁছবে।
পাশাপাশি, 12, 13, 14 জানুয়ারি-
- কলকাতা-নামখানা ডাউন গ্যালোপিং লোকাল কলকাতা থেকে সকাল 07.35 মিনিটে ছেড়ে মাঝেরহাট-বালিগঞ্জ-লক্ষ্মীকান্তপুর হয়ে বেলা 11.08 মিনিটে নামখানা পৌঁছবে।
- নামখানা-শিয়ালদা আপ গ্যালোপিং লোকাল বেলা 11.18 মিনিটে নামখানা থেকে ছেড়ে দুপুর 01.48 মিনিটে শিয়ালদা পৌঁছবে।
- 34923/30711 আপ নামখানা-লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল (যা শিয়ালদা পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে) দুপুর 01.32 মিনিটে ছেড়ে বিকেল 04.15 মিনিটে শিয়ালদা পৌঁছবে।
- 34424 ডাউন কাকদ্বীপ পর্যন্ত সম্প্রসারিত লোকাল ট্রেনটি শিয়ালদা থেকে সকাল 10.45 মিনিটে ছেড়ে দুপুর 01.35 মিনিটে কাকদ্বীপ পৌঁছবে ৷
- শিয়ালদা (দক্ষিণ)-লক্ষ্মীকান্তপুর ডাউন ইএমইউ স্পেশাল বিকেল 04.24 মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে বিকেল 05.59 মিনিটে লক্ষ্মীকান্তপুর পৌঁছবে।
- কাকদ্বীপ-শিয়ালদা গ্যালোপিং আপ ইএমইউ স্পেশাল কাকদ্বীপ থেকে দুপুর 02.40 মিনিটে ছেড়ে বিকেল 05.07 মিনিটে শিয়ালদা পৌঁছবে।
- 34736 ডাউন শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল (নামখানা পর্যন্ত সম্প্রসারিত) বিকেল 03.50 মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে সন্ধ্যা 07.34 মিনিটে নামখানা পৌঁছবে।
- নামখানা-শিয়ালদা গ্যালোপিং আপ ইএমইউ স্পেশাল নামখানা থেকে 07.05 মিনিটে ছেড়ে 10.05 মিনিটে শিয়ালদা পৌঁছবে।
- এছাড়াও 34933 আপ নামখানা-লক্ষ্মীকান্তপুর লোকাল শিয়ালদা (দক্ষিণ) পর্যন্ত সম্প্রসারিত হবে যা প্রথম আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা গ্যালোপিং ইএমইউ মেলা স্পেশাল ট্রেন রূপে লক্ষ্মীকান্তপুর থেকে চলবে।
গঙ্গাসাগর মেলা চলাকালীন 12 জানুয়ারি (রবিবার) লক্ষ্মীকান্তপুর-নামখানা-লক্ষ্মীকান্তপুর শাখায় রবিবারে না-চলা সকল ট্রেনগুলি যথারীতি চলবে।