গরমকে বুড়ো আঙুল দেখিয়ে হুগলিতে চলছে দুই তারকার প্রার্থীর প্রচার চুঁচুড়া, 30 মার্চ: একে চৈত্র মাস ৷ তার সঙ্গে চলছে লোকসভা ভোটের প্রচার ৷ ভোট বড় বালাই ৷ তাই সকাল হতেই মাথার উপরে রোদ নিয়ে প্রচারে নামছেন হুগলির দুই তারকা প্রার্থী- রচনা ও লকেট ৷ বিজেপি প্রার্থী লকেটের প্রচারের অভিজ্ঞতা আছে ৷ তবে দিদি নং ওয়ানের রচনা ভোট ময়দানে একেবারে আনকোরা ৷ তাও তিনি ঠাটাপোড়া রোদেই কোথাও দই খেয়ে বাজি মাত করছেন, তো কখনও ঘুগনি খেয়ে আসর জমিয়ে দিচ্ছেন ৷
এই গরমে দুই নায়িকার ডায়েট চাটের রহস্য কী ? স্বভাবতই এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন তৃণমূলের রচনা এবং বিজেপির লকেট ৷ এর উত্তরে রচনা বন্দ্যোপাধ্যায় বললেন, "ফল, ডাবের জল খাচ্ছি ৷ হালকা-ফুলকা খাবার খাচ্ছি ৷ সিদ্ধ খাবার, জল বেশি খাচ্ছি ৷" তবে সব শেষে তিনি মানুষের ভালোবাসার উপরেই আস্থা রেখেছেন ৷ তিনি আরও বললেন, "দু'মাস অত ভাবলে চলবে না ৷ দু'মাস পরে আবার যত্ন নেব ৷"
শুক্রবার সকালে চড়া রোদে পোলবার সুগন্ধা পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে জনসংযোগ করেন রচনা । হুড খোলা গাড়িতে মানুষের কাছে রোড শো করেন। অভিনেত্রীকে কাছে পেয়ে কেউ ছবি তুলছেন, কেউ হাত মেলানোর চেষ্টা করছেন ৷ এদিন দোগাছিয়া গ্রামে তৃণমূল কর্মীদের নিজের হাতে ভাত-ডাল-তরকারি পরিবেশন করেন রচনা ৷
অন্য দিকে বিজেপির লকেট চট্টোপাধ্যায়ও প্রতিদিন হুগলির বিভিন্ন এলাকায় প্রচারে যাচ্ছেন ৷ কোথাও কর্মিসভা, কোথাও তৃণমূলের বিরুদ্ধে গলা ফাটাছেন ৷ এদিন সকালে ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে বিক্ষোভে যোগ দেন হুগলি লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ ৷ এরপর কর্মসূচি অনুযায়ী চুঁচুড়া ও চন্দননগরে জনসংযোগে যান ৷ এই গরমে তাঁর বিরোধী রচনা ডাবের জল, ফল, সিদ্ধা খাবারদাবার খাচ্ছেন ৷ তিনি কী করছেন ? লকেটের সাফ জবাব, "ধুর, কোনও মেনটেন ফেনটেন করছি না ৷ ওরা ডাবের জল, ফল, দুধ সব খায় ৷ আমার ভাই পান্তা ভাত, মুড়ি আর বাতাসা ৷"
এপ্রিলে রাজ্যে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস ৷ ভোট চাইতে এই অস্বস্তিকর আবহাওয়াতেই চষে বেড়াতে হচ্ছে লোকসভা প্রার্থীদের ৷ হুগলির দুই প্রার্থীর রোদ্দুরে ঘোরা কতটা কাজে এল, জানতে অপেক্ষা করতে হবে 4 জুন ৷
আরও পড়ুন:
- প্রচারে মুগ্ধ রচনা! দইয়ের পর এবার ঘুগনির প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী
- 'কারখানার ধোঁয়ায় অন্ধকার হয়েছে রাস্তা', রাজ্যে শিল্প নিয়ে দাবি তৃণমূল প্রার্থী রচনার
- নির্বাচনের ফল যাই হোক, সম্পর্কে প্রভাব পড়বে না; ভোটপ্রচারে দাবি রচনা-লকেটের