পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা - সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly's Mother Hospitalized: বুকে সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায় ৷ বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি ৷

Etv Bharat
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি সৌরভ ও স্নেহাশিসের মা নিরূপা গাঙ্গুলী

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 9:21 PM IST

Updated : Feb 1, 2024, 10:38 PM IST

কলকাতা, 1 ফেব্রুয়ারি: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায় । বৃহস্পতিবার তিনি আচমকাই অসুস্থ হয়ে পড়েন। বুকে সমস্যা হওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ।নিরূপা দেবীর বড় ছেলে প্রাক্তন ক্রিকেটার তথা সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, "দুপুরের দিকে মা শারীরিকভাবে অস্বস্তিবোধ করছিলেন । আমরা দ্রুত ইসিজি করাই। তাঁর রিপোর্ট ভালো আসেনি । তাই সোজা হাসপাতালে নিয়ে যাই । একটা মাইলড স্ট্রোক হয়েছে । যদিও অবস্থা আগের থেকে স্থিতিশীল । স্টেন্ট বসানো হতে পারে । চিকিৎসক আফতাব খানের তত্বাবধানে আছেন মা ।"

2021 সালের ডিসেম্বর মাসে করোনা আক্রান্ত হন নিরূপা গঙ্গোপাধ্য়ায় । তখন তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল । এরপর সুস্থ হয়ে তিনি বাড়ি গেলেও ফের 2022 সালের জুলাই মাসে নিরূপা দেবী ফের করোনায় আক্রান্ত হন । দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন নিরূপা গঙ্গোপাধ্যায়। হৃদরোগের সমস্যা তো রয়েইছে, এছাড়াও তিনি ডায়বেটিসে আক্রান্ত। সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা সকলেই হাসপাতালে রয়েছেন। আপাতত পরিস্থিতি স্থিতিশীল ।

এর আগে 2021 সালে হৃদরোগে আক্রান্ত হন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। জিমে কসরত করার সময় তিনি বুকে অস্বস্তি অনুভব করেন। এরপর তাঁকে উডল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লম্বা সময় চিকিৎসার পর তাঁর বুকে তিনটে স্টেন্ট বসানো হয়েছিল। তাঁর চিকিৎসার জন্য় কলকাতায় এসেছিলেন বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠি। তাঁর তদারকিতেই সৌরভের চিকিৎসা হয়। ওই একই বছর অর্থাৎ, ২০২১ সালে হৃদরোগে আক্রান্ত হন সৌরভের দাদা স্নেহাশি। তাঁর হৃদযন্ত্রে ব্লকেজ দেখা যায়। দীর্ঘ সময় ধরে তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন, এরপর তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। তাঁরও বুকে স্টেন্ট বসানো হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বাবা চন্ডী গঙ্গোপাধ্যায়ের হার্টের সমস্যা ছিল। এবার তাঁর মা-ও হৃদরোগে আক্রান্ত হলেন।

আরও পড়ুন :

  1. করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, ভর্তি হাসপাতালে
  2. করোনা আক্রান্ত সৌরভের মা, ভর্তি হাসপাতালে
  3. মায়ের সঙ্গে ফোনে কথা সৌরভের
Last Updated : Feb 1, 2024, 10:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details