পশ্চিমবঙ্গ

west bengal

সম্পর্ক সবার ঊর্ধ্বে, বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় আবেগী সৌরভ - Buddhadeb Bhattacharya

Buddhadeb Bhattacharya Condolence Meet: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা ৷ উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ৷ শিল্পীমহলের থেকে ছিলেন সংগীত শিল্পী লোপামুদ্রা মিত্র ও বাচিক শিল্পী উর্মিমালা বসু ৷

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2024, 6:40 PM IST

Published : Aug 22, 2024, 6:40 PM IST

Updated : Aug 22, 2024, 7:29 PM IST

Buddhadeb Bhattacharya Condolence Meet
বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা (নিজস্ব ছবি)

কলকাতা, 22 অগস্ট: প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় গিয়ে আবেগে ভাসলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ খেলাপাগল বুদ্ধদেবের সঙ্গে তাঁর কাটানো নানা কথা তুলে ধরলেন মহারাজ ৷

বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় আবেগী সৌরভ (ইটিভি ভারত)

বুদ্ধদেব ভট্টাচার্য এবং ক্রিকেট, যেন একে অপরের পরিপূরক ৷ রাজনীতি ও খেলার জগতের মানুষেরা এটা ভালোভাবেই জানতেন ৷ যখন তিনি বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে অধিষ্ঠিত, তখনও নিয়মিত খেলার জগতের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতেন ৷ হাজার ব্যস্ততার মধ্যেও তাঁর প্রিয় মহারাজ খেলার পর কলকাতায় ফিরলে তাঁর সঙ্গে দেখা করতেন ৷ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় এসে স্মৃতির পাতায় ডুব দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

স্মরণসভায় উপস্থিত সৌরভ গঙ্গোপাধ্যায় (নিজস্ব ছবি)

মহারাজ এ দিন বলেন, "আমি তখন ভারতীয় দলের অধিনায়ক ছিলাম ৷ যখন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন ৷ উনি খেলা পাগল মানুষ ছিলেন ৷ পঙ্কজদার (প্রাক্তন ক্রিকেটার পঙ্কজ রায়) খুব ভক্ত ছিলেন ৷ খেলা নিয়ে ওনার সঙ্গে কথা হত ৷ আলোচনা হত ৷ খেলার পর কলকাতায় এলে ওনার সঙ্গে দেখা হত ৷ ওয়ার্ল্ড কাপের পর, আমার ডেবিউয়ের পর সম্পর্কটা আরও ভালো হয়েছিল ৷ প্রথম দুটো ম্যাচে 100 করেছিলাম ৷ সম্পর্ক সবার ঊর্ধ্বে ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷ তিনি যেখানেই থাকুন ভালো থাকুক ৷"

স্মরণসভায় বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধাজ্ঞাপন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের (নিজস্ব ছবি)

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা ৷ এই অনুষ্ঠানে খেলার জগত থেকে উপস্থিত ছিলেন সৌরভ ও তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ৷ শিল্পীমহল থেকে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী লোপামুদ্রা মিত্র ও বাচিক শিল্পী উর্মিমালা বসু ৷ ছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার ৷ উপস্থিত ছিল বামফ্রন্টের শরিকরা ৷ ছিলেন সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় ও ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায় ৷

বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা (নিজস্ব ছবি)

বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় এ দিন স্লোগন ওঠে, 'উই ওয়ান্ট জাস্টিস' । আরজি কর-কাণ্ডে বিচার চাইলেন আগত বাম কর্মী-সমর্থকরা । এ দিন বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানানোর পর আরজি করের ঘটনায়ও শোকজ্ঞাপন করা হয় । এক মিনিটের নীরবতা পালন করেন স্মরণসভায় উপস্থিত সকলে ৷

নেতাজি ইন্ডোরে বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা (নিজস্ব ছবি)

এদিন বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় যোগ দিতে পারেননি সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ তিনি এইমস হাসপাতাল থেকে প্রয়াত কমরেডের প্রতি শ্রদ্ধা জানান ৷ এ দিন সোশাল মিডিয়ায় এক ভিডিয়ো বার্তায় ইয়েচুরি বলেন, "লাল সেলাম বুদ্ধদা ৷ যেদিন আপনি আমাদের ছেড়ে চলে গেলেন আমি যেতে পারলাম না ৷ আমার অনেক কষ্ট হয়েছে ৷ কিন্তু ওইসময় আমি অপারেশন থিয়েটারে ছিলাম ৷ বৌদির সঙ্গে কথা হয়েছিল ৷ আমি জানিয়েছিলাম আজকে স্মরণসভায় উপস্থিত থাকব ৷ কিন্তু সেটাও সম্ভব হল না ৷ আজও আমি হাসপাতালে আছি ৷ তাই যেতে পারলাম না ৷ বুদ্ধদার সঙ্গে আমার সম্পর্ক 50 বছরের ৷"

Last Updated : Aug 22, 2024, 7:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details