পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'ছোট করেই পুজো করব', সরকারি অনুদান ফিরিয়ে দিল মহিলা পুজো কমিটি - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Kolkata Doctor Rape and Murder: নির্যাতিতার বিচারের দাবি! প্রতিবাদ স্বরুপ রাজ্যের আর্থিক অনুদান বর্জন শিলিগুড়ির মহিলা দ্বারা পরিচালিত দুর্গাপুজো কমিটির ৷

Kolkata Doctor Rape and Murder
সরকারি অনুদান ফিরিয়ে জানাল মহিলা পুজো কমিটি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2024, 4:35 PM IST

শিলিগুড়ি, 13 সেপ্টেম্বর: আরজি করেনির্যাতিতার বিচারের দাবিতে গর্জে উঠেছে সারা বাংলা। প্রতিবাদে সরব হয়েছে সমাজের সমস্ত শ্রেণির মানুষ। প্রতিবাদের নানা সময়ে নানা ভাষার সাক্ষী থেকেছে বাংলা। এবার সেই একই দাবিতে প্রতিবাদের রূপ হিসেবে দুর্গাপুজোতে রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদান বর্জন করল শিলিগুড়ির 'আহ্বান' নামে মহিলা দ্বারা পরিচালিত এক পুজো কমিটি।

সরকারি অনুদান ফিরিয়ে দিল মহিলা পুজো কমিটি (ইটিভি ভারত)

আরজি করের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ। প্রতিবাদে সরব রাজনৈতিক মহল থেকে শুরু করে অরাজনৈতিক মহল। প্রতিনিয়তই প্রতিবাদের ঝড় সর্বত্র। প্রতিবাদের প্রায় এক মাস পেরিয়েছে। এরই মাঝে শারদ উৎসবের আগমন। ইতিমধ্যেই সব জায়গায় শুরু হয়েছে তার প্রস্তুতিও। সব দিক থেকেই প্রস্তুত যেমন পুজো উদ্যোক্তারা ঠিক তেমনি প্রস্তুত রাজ্য সরকারও। প্রত্যেকবারের মতো এবারও পুজো কমিটিগুলোকে 85 হাজার টাকা করে পুজোর আর্থিক অনুদান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

কিন্তু শিলিগুড়িতে নির্যাতিতার বিচারের দাবিতে প্রতিবাদ স্বরুপ সেই আর্থিক অনুদানই বর্জন করল একটি মহিলা দ্বারা পরিচালিত পুজো কমিটি। শিলিগুড়ির হাকিমপাড়ার অতুলপ্রসাদ সরণীর 'আহ্বান' পুজো কমিটি মূলত মহিলা দ্বারা পরিচালিত। এবার তাঁদের পুজো 23তম বর্ষে পদার্পণ করতে চলেছে। তাদের তরফে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এবার রাজ্য সরকারের দেওয়া পুজোর আর্থিক অনুদান গ্রহণ করবেন না। সেই রূপে ইতিমধ্যেই তাদের তরফে শিলিগুড়ির পুলিশ কমিশনারকে সেকথা লিখিত আকারে জানিয়েও দেওয়া হয়েছে।

তাদের তরফে মূলত আরজি করের ঘটনাকে কেন্দ্র করেই তাদের এই সিদ্ধান্ত বলে জানা যায়। সদস্যপদ ও চাঁদা থেকে সংগৃহীত অর্থ দিয়েই ছোট করে পুজো করা হবে বলে জানান উদ্যোক্তারা। এদিন মহিলা দ্বারা পরিচালিত 'আহ্বান' পুজো কমিটির সেক্রেটারি মিলি ভৌমিক জানান, সদ্য ঘটে যাওয়া আরজিকরের ঘটনায় এখনও বিচার হয়নি। তাই অবিলম্বে বিচারের দাবিতে আর্থিক অনুদান বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাঁদের আর্থিক অনুদান প্রয়োজন নেই বরং অতিসত্বর বিচারের প্রয়োজন।

ABOUT THE AUTHOR

...view details