পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের স্বমহিমায় শেখ শাহজাহান, প্রিজন ভ‍্যান থেকে আঙুল উঁচিয়ে দিলেন হুঁশিয়ারি - Sheikh Sahajahan - SHEIKH SAHAJAHAN

Sheikh Shahjahan: 14 দিনের মাথায় ফের স্বমহিমায় সন্দেশখালির শেখ শাহজাহান ৷ প্রিজন ভ‍্যান থেকে এবার আঙুল উঁচিয়ে কথা বললেন শাহজাহান ৷ শোনা গেল 'সত্যের জয় হবেই' ৷

Sheikh Sahajahan
শেখ শাহজাহান (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 11:07 PM IST

শেখ শাহজাহান (নিজস্ব প্রতিনিধি)

বসিরহাট, 7 মে: দু'সপ্তাহ কাটতে না কাটতে আবারও স্বমহিমায় সন্দেশখালির 'বাঘ'! নিজের চেনা মেজাজে মঙ্গলবার ফের দেখা গেল সন্দেশখালি-কাণ্ডে ইডি হেফাজতে থাকা শেখ শাহজাহানকে। এদিন প্রিজন ভ‍্যানে উঠে পরিবারের সদস্যদের সঙ্গে আলাপচারিতার মাঝেই আঙুল উঁচিয়ে তাকে বলতে শোনা যায়, "অন‍্যায়ভাবে যেটা করেছে, সব সত‍্যতা সামনে আসবে। আল্লাহ রহমত পাশে আছে। অপেক্ষা করুন। সত‍্যের জয় হবেই।"

14 দিনের ইডি হেফাজত শেষে মঙ্গলবার দুপুরে ফের সন্দেশখালি কাণ্ডে ধৃত শাহজাহান, তার ভাই শেখ আলমগীর-সহ অন‍্যান‍্যদের পেশ করা হয় বসিরহাট মহকুমা আদালতে। শুনানি শেষে এদিন বিকালে যখন শেখ শাহজাহানকে কোর্ট লকআপ থেকে প্রিজন ভ‍্যানে তোলা হচ্ছিল, ঠিক তখনই মেয়ে সুমাইয়াকে দেখে বুকে টেনে আদর করতে দেখা যায় তাকে। এরপর, স্ত্রী তসলিমা বিবির হাতে হাত রেখে পরিবারের বাকি সদস্যদের আশ্বস্ত করে শাহজাহান। একান্তে স্ত্রী-সহ পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে কথাও বলতে দেখা গিয়েছে তাকে। এই সময় প্রিজন ভ‍্যানের জানলা থেকে পরিবারের উদ্দেশে আঙুল উঁচিয়ে শাহজাহান বলতে থাকে, "চিন্তা করো না। সমস্ত শয়তানি ধরা পড়বে। আল্লাহ বিচার করবেন। সব প্রমাণ হবে। মানুষের সামনে আসবে। সত‍্যের জয় হবে একদিন।‌" শাহজাহানের একথার সঙ্গে তাল মেলাতে দেখা যায় পরিবারের সদস্যদের ৷

এমনকী, শাহজাহানের ছোট্ট মেয়ে সুমাইয়াকেও বলতে দেখা গিয়েছে, তার বাবা নির্দোষ। নির্দোষ প্রমাণিত হয়ে একদিন ফিরে আসবে সে। এদিকে, শেখ শাহজাহানকে নিয়ে প্রিজন ভ‍্যান সামনের দিকে এগোতেই 'জয় বাংলা' স্লোগানে মুখরিত হয়ে ওঠে বসিরহাট কোর্ট চত্বর। এদিন শাহজাহানের মতো তাঁর পরিবারের সদস্যদেরও যথেষ্ট চনমনে দেখা গিয়েছে। আর আত্মবিশ্বাসও ছিল ভরপুর, যা দেখা যায়নি এর ঠিক 14 দিন আগেও। ফলে কোথাও না কোথাও সন্দেশখালির স্টিং ভিডিয়ো-কাণ্ডের পর থেকে শাহজাহানের শরীরী ভাষাও বদলে গিয়েছে।

ABOUT THE AUTHOR

...view details