কলকাতা, 16 মার্চ: দাদার পর এবার শ্রীঘরে ভাইও। সন্দেশখালি কাণ্ডে ইডি আধিকারিকদের উপর হামলা চালানোর অভিযোগে শেখ শাহজাহানের ভাই আলমগীর শেখকে গ্রেফতার করল সিবিআই। শনিবার সকালে আলমগীর নিজাম প্যালেসে আসে ৷ দীর্ঘ সাড়ে 9 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে শেখ আলমগীরকে গ্রেফতার করা কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
সূত্রের খবর, গত 5 জানুয়ারি ইডি আধিকারিকদের উপর আক্রমণ কীভাবে হয়েছিল এবং কারা এই আক্রমণের পরিকল্পনা করেছিল সেই বিষয়ে আলমগীর শেখের থেকে জানতে চান তদন্তকারী আধিকারিকরা। খবর পাওয়া গিয়েছে, আলমগীর শেখের জিজ্ঞাসাবাদে সিবিআই আধিকারিকদের প্রশ্নের উত্তর একাধিকবার এড়িয়ে যায়। পাশাপাশি এই তদন্ত ভুলপথে পরিচালিত করার চেষ্টা করে শেখ আলমগীর। অবশেষে দিল্লিতে সিবিআই সদর দফতরের সবুজ সংকেত পাওয়ার পর শেখ আলমগীরকে গ্রেফতার করে সিবিআই।
আলমগীরকে নিজাম প্যালেস থেকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আগামিকাল অর্থাৎ রবিবার শেখ আলমগীরকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে সিবিআই নিজেদের হেফাজতে চাইবে। প্রসঙ্গত, রেশন দুর্নীতির তদন্ত নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা প্রথমে উত্তর 24 পরগনার ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করে। এই বাকিবুর রহমানকে গ্রেফতারের পর রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও গ্রেফতার করেন তদন্তকারীরা।
জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করে এই সন্দেশখালি 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের নাম পান তদন্তকারীরা। সেইমতো গত 5 জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি ও অভিযান চালাতে গিয়েছিলেন আধিকারিকরা। সিবিআই সূত্রের খবর, সেদিন ইডি আধিকারিকদের উপরে কীভাবে আক্রমণ করা হবে, সেই পরিকল্পনা করেছিল শাহজাহানের ভাই আলমগীর শেখ। এছাড়াও সিবিআই সূত্রে জানা গিয়েছে, আলমগীর ছাড়াও এদিন আরও দু'জনকে গ্রেফতার করা হয়েছে ৷ তারা হল- মাফুজার মোল্লা এবং সিরাজুল মোল্লা। দু'জনেই সন্দেশখালির বাসিন্দা।
আরও পড়ুন:
- আলমগীরকে জিজ্ঞাসাবাদে সামনে এল আরও সন্দেহভাজনদের নাম, কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্দেশখালিতে সিবিআই
- ইডির উপর হামলার ঘটনায় প্রথম গ্রেফতারি সিবিআইয়ের, হেফাজতে 3 শাহজাহান ঘনিষ্ঠ
- নিজাম প্যালেসে হাজির জিয়াউদ্দিন-দিদার, মোট 8 শাহজাহান ঘনিষ্ঠকে তলব