সন্দেশখালি, 29 ফেব্রুয়ারি:ধরা পড়তেই সব পর্দা ফাঁস ! সামনে চলে এল ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার যাবতীয় পরিকল্পনার তথ্য । আদালতে সেই পরিকল্পনা ফাঁস করলেন সন্দেশখালি-কাণ্ডের 'নাটের গুরু' ধৃত শেখ শাহজাহান নিজেই । জবানবন্দিতে শাহাজাহান বিস্ফোরক দাবি করেছেন বলে সূত্রের মারফৎ জানা গিয়েছে ৷
সূত্রের দাবি, জবানবন্দিতে শাহজাহান বলেছেন,"কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র হাতে গ্রেফতারির আশংকায় হামলার নির্দেশ দিয়েছিলেন তিনি ।"
আদালতে জমা পড়া পুলিশের নথিতেও শেখ শাহজাহানের সেই স্বীকারোক্তির উল্লেখ রয়েছে বলে খবর সূত্রের । অর্থাৎ ইডি-র উপর হামলা যে পূর্বপরিকল্পিত ছিল, তা স্পষ্ট হয়ে গেল ।
সূত্রের খবর, আদালতে পুলিশ যে নথি দিয়েছে,তাতে জবানবন্দির বিষয়টি উল্লেখ করা হয়েছে । নথিতে স্পষ্ট বলা রয়েছে, 5 জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা তল্লাশি চালাতে গিয়েছিলেন সন্দেশখালিতে তাঁর বাড়িতে । সেদিন ভয় পেয়ে গিয়েছিলেন শেখ শাহজাহান । ইডি আধিকারিকরা সিআরপিএফ জওয়ানদের নিয়ে যাওয়ার পর তাঁর মনে হয়েছিল, ইডি তাঁকে গ্রেফতার করতে পারে । সেই কারণে অনুগামীদের ফোন করে তিনি নির্দেশ দেন, যাতে কোনওভাবে ইডি আধিকারিকরা বাড়িতে ঢুকতে না পারেন । তাঁদের উপর হামলার নির্দেশ দিয়েছিলেন শাহজাহান । এমনকি তাঁদের জিনিসপত্রও লুঠের নির্দেশ দিয়েছিলেন বলে পুলিশি জেরায় শেখ শাহজাহান স্বীকার করে নিয়েছেন ।
আদালত সূত্রে আরও খবর,পুলিশের নথিতে বুধবার রাত 1.15 মিনিটে শেখ শাহজাহানকে গ্রেফতার দেখানো হয়েছে । গ্রেফতারের পর তাঁকে নিয়ে যাওয়া হয় মিনাখাঁ থানায় । সেখানে রাতভর ধৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশের কর্তারা । পুলিশের দাবি, জেরায় শেখ শাহজাহান তাঁর অপরাধ স্বীকার করে নিয়েছেন । পুলিশের তরফে আদালতে পেশ করা নথিতেও বিষয়টি উল্লেখ করা হয়েছে । ইতিমধ্যেই পুলিশ শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগের প্রমাণ পেয়েছে ।
এদিকে, গ্রেফতারের পরও সন্দেশখালির 'ত্রাস' শেখ শাহজাহানের চালচলনে কিন্তু এতটুকু পরিবর্তন হয়নি । আদালত কক্ষে ঢোকার সময়ও তাঁর একই মেজাজ ধরা পড়েছে । সাদা ধবধবে জামা, সাদা প্যান্ট, আর সঙ্গে ম্যাচিং করা ধূসর রঙের নেহেরু কোর্ট । পায়ে সাদা স্নিকার্স । আর চোখেমুখে একটা অদ্ভূত দৃঢ়তা । পুলিশি ঘেরাটোপে মাথা উঁচু করে এজলাসে ঢোকেন তিনি । শাহজাহানের বডি ল্যাঙ্গুয়েজ দেখে যে কারওই মনে হতে পারে যে,যতই অভিযোগ এবং ক্ষোভ-বিক্ষোভ থাকুক তাঁর বিরুদ্ধে, তাতে থোড়াই কেয়ার করেন শাহজাহান ! তাঁকে জেরা করে আরও কী কী তথ্য সামনে আসে, সে দিকেই নজর রয়েছে রাজ্যবাসীর ৷
আরও পড়ুন:
- শাহজাহানের প্রতি আমাদের কোনও সভানুভূতি নেই, বললেন প্রধান বিচারপতি
- পুলিশি ঘেরাটোপে ধোপদুরস্ত 'আত্মবিশ্বাসী' শাহজাহানকে আনা হল ভবানী ভবনে
- 50 দিনেরও বেশি সময়, সন্দেশখালির 'বেতাজ বাদশা' শাহজাহানের গ্রেফতারির টাইমলাইন