পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাঁড়ারে টান ! মেয়ের কাছে 11 কোটিরও বেশি ধার শত্রুঘ্নর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Shatrughan Sinha Property: অভিনয় মূল পেশা ৷ কিন্তু সাংসদ হয়েও মেয়ের কাছে 11 কোটি টাকারও বেশি ধার রয়েছে বলে দাবি আসানসোল লোকসভা কেন্দ্রের দ্বিতীয়বারের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ৷

Shatrughan Sinha and Sonakshi Sinha
শত্রুঘ্ন সিনহা ও সোনাক্ষী সিনহা

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 8:09 PM IST

আসানসোল, 29 এপ্রিল:মেয়ে সোনাক্ষীর কাছে 11 কোটি 58 লাখ টাকা ধার নিয়েছেন আসানসোলের বিদায়ী সাংসদ শত্রুঘ্ন সিনহা ! আশ্চর্য হলেও এমনটাই সত্যি । শুধু বাবা নয়, মা পুনম সিনহাকেও প্রায় 4 কোটি 78 লক্ষ টাকা ধার দিয়েছেন সোনাক্ষী । তবে কি লক্ষ্মীর ভাণ্ডারে টান পড়েছে 'বিহারীবাবু'র সংসারে ? যে কারণে মেয়ের কাছে হাত পাততে হয়েছে সিনহা দম্পতিকে ?

এক সময়ের সুপারস্টার শত্রুঘ্ন সিনহা । অমিতাভ বচ্চনের সমসাময়িক এই অভিনেতার মূল পেশা আজও অভিনয় । সাম্প্রতিককালে বড়পর্দায় তাঁকে তেমন দেখা না গেলেও ওয়েব সিরিজ করছেন শত্রুঘ্ন সিনহা । প্রশ্ন উঠছে, তবে কি আগের মতো রোজগার নেই শত্রুঘ্ন সিনহার ?

যদিও তাঁর জমা দেওয়া হলফনামায় ইনকাম ট্যাক্স ফাইল অনুযায়ী জানা গিয়েছে, 2021-22 এর চেয়ে 2022-23 সালে রোজগার বেড়েছে শত্রুঘ্ন সিনহার । 2021-22 অর্থবর্ষে শত্রুঘ্ন সিনহার বার্ষিক আয় ছিল 73 লক্ষ টাকা । কিন্তু 2022-23 সালে সেই আয় বেড়ে হয় 1 কোটি 40 লক্ষ টাকা । যদিও স্ত্রী পুনমের আয় কমলেও তা 1 কোটি 21 লক্ষের বেশি ।

সিনহা দম্পতির উপর কেউ নির্ভরশীল নয় । তাঁদের সন্তান-সন্ততিরা প্রত্যেকেই প্রতিষ্ঠিত । কিন্তু তা সত্ত্বেও সিনহা দম্পতির পরিবারে লক্ষ্মীর ভাঁড়ারে এমন টান কেন যে মেয়ের কাছে শত্রুঘ্ন ও পুনমকে 16 কোটি 36 লক্ষ 71 হাজার 486 টাকা ধার করতে হয়েছে ।

তবে এই ঋণ কখন করেছেন তা স্পষ্ট নয় । কী কারণে এই ঋণ তাও জানাতে রাজি নন সিনহা দম্পতি । যদিও মেয়ের কাছে এই ঋণ থাকলেও 2022 সালে নতুন গাড়ি কিনেছেন শত্রুঘ্ন । এখন তাঁর গাড়ির সংখ্যা 5 । মুম্বইয়ের জুহু-বান্দ্রায় রয়েছে একাধিক ফ্ল্যাট ৷

আরও পড়ুন :

  1. বিহারীবাবু হয়েছেন বাঙালিবাবু, 2 বছরে করেছেন 13 কোটির প্রকল্প; একনজরে শত্রুঘ্নের কর্মকাণ্ড
  2. শত্রুঘ্ন-অমিতাভের ভারতরত্ন পাওয়া উচিত, দাবি মমতার

ABOUT THE AUTHOR

...view details