পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বন্যাকবলিত পড়ুয়াদের পাশে দাঁড়াতে 'তিলোত্তমা কিট' চালু করল এসএফআই - Tilottama Kit for Students - TILOTTAMA KIT FOR STUDENTS

SFI to Support Flood Affected Students: রাজ্যের বন্যাকবলিত পড়ুয়াদের পাশে দাঁড়াতে এগিয়ে এল এসএফআই ৷ এর জন্য 'তিলোত্তমা কিট' ও 'হেল্পলাইন নম্বর' চালু করল এই বাম ছাত্র সংগঠন ৷ কিটে থাকছে শিক্ষা সরঞ্জাম, শুকনো খাবার, ওষুধ, স্যানিটারি ন্যাপকিনের মতো প্রয়োজনীয় জিনিসপত্র ৷

SFI
বন্যা কবলিত পড়ুয়াদের পাশে এসএফআই (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2024, 11:27 AM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর: প্রবল বৃষ্টি ও জলাধার খুলে দেওয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যের একাধিক জেলা ৷ হাজার হাজার ছাত্রছাত্রী এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে 'তিলোত্তমা কিট' ও 'হেল্পলাইন নম্বর' চালু করল এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি । আরজি কর-কাণ্ডের আবহে নিরাপত্তার দাবিকে সামনে রেখেই এই কিটের নাম রাখা হয়েছে 'তিলোত্তমা'।

এসএফআই সূত্রে খবর, এই কিটে শিক্ষা সরঞ্জাম, শুকনো খাবার, ওষুধ, ওআরএস, স্যানিটারি ন্যাপকিন-সহ নানা জিনিস থাকবে । সাধারণ মানুষের কাছে এই কিটের জন্য সহযোগিতা চাওয়া হয়েছে । ইতিমধ্যে বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়েও দিয়েছেন বলে জানা গিয়েছে । জেলায় জেলায় ত্রাণও পৌঁছে দেওয়া হচ্ছে সংগঠনের তরফে ।

এই বিষয়ে এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন,"বন্যায় বহু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বই-খাতা নষ্ট হয়ে গিয়েছে । কয়েক দিন পরে টেস্ট পরীক্ষা । তাই এই উদ্যোগ । আমাদের পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে । নম্বরটি হল- 9064388228 । বন্যাকবলিত এলাকার যে কেউ ফোন করে এই নম্বরে সাহায্য প্রার্থনা করতে পারেন । আমরা নিজেরাও খোঁজখবর নিয়ে ওইসব এলাকায় ত্রাণ পৌঁছনো শুরু করেছি ।"

সিপিএম ছাত্র সংগঠন সূত্রে খবর, বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি কিট রাজ্যের বন্যা কবলিত জেলাগুলোয় পাঠানো হবে । কিটের নাম তিলোত্তমা রাখার কারণ জানতে চাওয়া হলে এসএফআই রাজ্য সম্পাদক বলেন, "গোটা রাজ্যের মানুষ এখন নিরাপত্তা চাইছেন । বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষরাও নিরাপত্তা চাইছেন । বন্যার জন্য মুখ্যমন্ত্রী ডিভিসিকে দোষ দিতে ব্যস্ত । যে সব ছাত্রছাত্রী সব হারিয়েছে, তাদের কী হবে ? কীভাবে রেজিস্ট্রেশন কার্ড তারা পাবে, তার কোনও কথা নেই । বই-খাতা কোথায় পাবে ? কীভাবে নতুন করে শুরু করবে, তা নিয়ে কোনও কথা নেই । আরজি কর-কাণ্ডের পর নিরাপত্তার দাবিতে উঠে আসা নাম হচ্ছে তিলোত্তমা । তাই এই কিটের নাম রাখা হয়েছে তিলোত্তমা কিট ।"

ABOUT THE AUTHOR

...view details