পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শনি-রবিতে শিয়ালদা শাখায় বাতিল একাধিক ট্রেন, চরম ভোগান্তির আশঙ্কা - TRAIN CANCELED

সপ্তাহান্তে শিয়ালদা বিভাগে বিঘ্নিত ট্রেন পরিষেবা। শনি এবং রবিবার বাতিল করা হয়েছে বেশকিছু ট্রেন। কিছু ট্রেনের আবার যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ৷

TRAIN CANCELED
লোকাল ট্রেন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2025, 11:04 AM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি: যাত্রী সুরক্ষার জন্য নিয়মিতভাবে রেলের রক্ষণাবেক্ষণ হয়ে থাকে। তাই এবারও রেলের বেশকিছু রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ (শনিবার) ও রবিবার পূর্ব রেলের শিয়ালদা শাখার তিনটি সেকশনে পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। এর ফলে যেমন একাধিক ট্রেনের পরিষেবা নিয়ন্ত্রণ করা হয়েছে তেমনই বেশকিছু ট্রেন বাতিল থাকছে ৷

গোবরডাঙা ডাউন লাইনে আজ রাত 10টা 45 মিনিট থেকে আগামিকাল ভোর 5টা 45 মিনিট পর্যন্ত এবং আপ লাইনে শনিবার রাত 10টা 45 মিনিট থেকে রবিবার সকাল 8টা 45 মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। অন্যদিকে, রেলের কাজের জন্য কৃষ্ণনগর সিটি লালগোলা সেকশনের আপ ও ডাউন লাইনে সাড়ে ছ'ঘণ্টার পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। আগামিকাল সকাল 10টা 15 মিনিট থেকে বিকেল 4টা 45 মিনিট পর্যন্ত থাকবে পাওয়ার ব্লক। এছাড়াও হালিশহর ও নৈহাটির মধ্যে শনিবার রাত 10টা 30 মিনিট থেকে পরদিন অর্থাৎ 16 ফেব্রুয়ারির ভোর 5টা 30 মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক থাকবে।

শনিবার যেই ট্রেনগুলি বাতিল করা হয়েছে-

  • শিয়ালদা-বনগাঁ আপ- 33851, 33859, 33861, 33863/ ডাউন- 33854, 33856, 33858, 33860
  • নৈহাটি-ব্যান্ডেল- আপ- 37557/ ডাউন- 37558
  • শিয়ালদা-গেদে- আপ- 31929/ ডাউন- 31928
  • শিয়ালদা-শান্তিপুর- আপ- 31539/ ডাউন- 31542

রবিবার যেই ট্রেনগুলি বাতিল করা হয়েছে-

  • বারাসত-বনগাঁ- আপ- 33369/ ডাউন- 33368
  • শিয়ালদা-হাবড়া- আপ- 33651, 33653/ ডাউন- 33652, 33654
  • নৈহাটি-ব্যান্ডেল- আপ- 37521/ ডাউন- 37522
  • শিয়ালদা-গেদে-আপ- 31911/ ডাউন- 31912
  • শিয়ালদা-শান্তিপুর- আপ- 31511/ ডাউন- 31512
  • নৈহাটি-রানাঘাট- আপ- 31711/ ডাউন- 31712
  • শিয়ালদা-রানাঘাট- আপ- 31611/ ডাউন- 31612
  • কৃষ্ণনগর সিটি-লালগোলা- ​​আপ- 31861/ ডাউন 31864
  • লালগোলা-শিয়ালদা- আপ- 53175/ ডাউন 53178
  • রানাঘাট-লালগোলা- ​​আপ- 31773/ ডাউন 31774
  • কৃষ্ণনগর সিটি-আজিমগঞ্জ- আপ- 53091/ ডাউন 53092

যেই ট্রেনগুলির যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে-

  • 33857 আপ শিয়ালদা-বনগাঁ লোকাল শনিবার হাবড়ায় যাত্রা সংক্ষিপ্ত করবে
  • 33811, 33813, 33815 এবং 33817 আপ শিয়ালদা-বনগাঁ লোকাল রবিবার হাবড়ায় যাত্রা সংক্ষিপ্ত করবে
  • 33812, 33814, 33816, 33818 এবং 33822 ডাউন বনগাঁ-শিয়ালদা লোকাল রবিবার হাবড়া থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
  • 31192 ডাউন কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল শনিবার নৈহাটির পরিবর্তে কল্যাণী (প্ল্যাটফর্ম নং 4)-তে যাত্রা সংক্ষিপ্ত করবে।
  • 31191 আপ নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল রবিবার নৈহাটির পরিবর্তে কল্যাণী (প্ল্যাটফর্ম নং 4) থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
  • 63107 আপ শিয়ালদা-লালগোলা মেমু প্যাসেঞ্জার রবিবার রেজিনগরে যাত্রা সংক্ষিপ্ত করবে
  • 63104 ডাউন লালগোলা-শিয়ালদা মেমু প্যাসেঞ্জার লালগোলার পরিবর্তে রেজিনগর থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে
  • 31769 আপ রানাঘাট-লালগোলা লোকাল রবিবার রেজিনগরে যাত্রা সংক্ষিপ্ত করবে
  • 31770 ডাউন লালগোলা-রানাঘাট লোকাল লালগোলার পরিবর্তে রেজিনগর থেকে ছেড়ে সংক্ষেপ যাত্রা শুরু করবে
  • 31819 আপ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল রবিবার রানাঘাটে যাত্রা সংক্ষিপ্ত করবে
  • 31840 ডাউন কৃষ্ণনগর সিটি-শিয়ালদা লোকাল রবিবার কৃষ্ণনগর সিটির পরিবর্তে রানাঘাট থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে


রবিবার যেই ট্রেনগুলোর সময় পরির্বতন করা হয়েছে

  • 33819 আপ শিয়ালদা-বনগাঁ লোকাল শিয়ালদা থেকে 07টা 12 মিনিটের পরিবর্তে 07টা 42 মিনিটে ছাড়বে
  • 33361 আপ বারাসত-বনগাঁও লোকাল বারাসাত থেকে 07টা 45 মিনিটের পরিবর্তে 08টা 15 মিনিটে ছাড়বে এবং ব্লক বাতিল না-হওয়া পর্যন্ত হাবড়া পর্যন্ত নিয়ন্ত্রিত থাকবে
  • 53180 ডাউন লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার লালগোলা থেকে 2টো 45 মিনিটের পরিবর্তে বিকেল 4-টের সময় ছাড়বে ৷

ABOUT THE AUTHOR

...view details