কলকাতা, 19 অগস্ট: মহিলা পুরকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরনিগম ৷ আর এই একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ এই নির্দেশ আগামী সাতদিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে ৷ এমনটা জানিয়ে একটি নির্দেশিকা জারি করলেন পুর কমিশনার ধবল জৈন । সাতদিন বাদে এই সমস্ত কাজ কোন পর্যায়ে দাঁড়িয়ে, তার একটি প্রাথমিক রিপোর্ট পুর কমিশনার জমা দেবেন মেয়রের টেবিলে ।
এই প্রসঙ্গে কলকাতা কর্পোরেশন ইঞ্জিনিয়রস অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সম্পাদক মানস সিনহা বলেন, "পুরনিগমের মূল ভবনে সিসিটিভির নজরদারি রয়েছে ৷ কিন্তু কলকাতা জুড়ে অন্যান্য বিভিন্ন ভবনে তেমনটা নেই ৷ তাই মহিলাকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ৷ যাতে আরজি করের এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বা কোনও অবকাশ না থাকে ৷ সেই দিক মাথায় রেখেই এই দাবিগুলি আমরা জানিয়েছিলাম ৷ কর্তৃপক্ষ মেনে নেওয়াটাই স্বাভাবিক । তবে বাস্তবায়ন কেমন করছে তা না দেখেই এখনও কিছু বলা যায় না । সাত দিন তারা যখন বলেছেন, তারপরে আমরা আবার পরিস্থিতি দেখে আবেদন করব ।"
আরজি করে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় সারারাজ্য । পুলিশ প্রশাসন কঠোর মনোভাব নিলেও আমজনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন যেন দমার নাম নিচ্ছে না । এ দিকে আরজি কর-কাণ্ডের পর পরই কলকাতা কর্পোরেশন ইঞ্জিনিয়ারস অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশন তরফে মহিলা কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার একগুচ্ছ দাবি করা হয়েছিল । তাদের দাবি-দাওয়ার মধ্যে উল্লেখযোগ্য ছিল যেমন, মহিলাকর্মীদের ছুটির দিনে যেন কাজ না দেওয়া হয় ৷ কারণ, পর্যাপ্ত মহিলা নিরাপত্তারক্ষীর অভাব রয়েছে পুরনিগমে । কর্মক্ষেত্রে সিসিটিভির অভাব আছে । ছুটির পর অতিরিক্ত সময় কাজ করার ক্ষেত্রে বিবেচনা করা হয় । সেই দাবিও করা হয়েছিল ওই সংগঠনের তরফে ।