পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজিকর-কাণ্ডের জের ! মহিলাকর্মীদের নিরাপত্তায় একগুচ্ছ পদক্ষেপ পুরনিগমের - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Kolkata Municipal Corporation: কলকাতা পুরনিগমের সমস্ত ভবন বা অফিসে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি লাগাতে হবে । সেই সমস্ত দফতরগুলিতে মহিলাকর্মীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তারক্ষী নিয়োগ করতে হবে । দাবি মেনে মহিলাকর্মীদের নিরাপত্তায় একগুচ্ছ পদক্ষেপ কলকাতা পুরনিগমের ৷

Kolkata Municipal Corporation
মহিলাকর্মীদের নিরাপত্তায় একগুচ্ছ পদক্ষেপ নিল কলকাতা পুরনিগম (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 19, 2024, 3:51 PM IST

কলকাতা, 19 অগস্ট: মহিলা পুরকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরনিগম ৷ আর এই একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ এই নির্দেশ আগামী সাতদিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে ৷ এমনটা জানিয়ে একটি নির্দেশিকা জারি করলেন পুর কমিশনার ধবল জৈন । সাতদিন বাদে এই সমস্ত কাজ কোন পর্যায়ে দাঁড়িয়ে, তার একটি প্রাথমিক রিপোর্ট পুর কমিশনার জমা দেবেন মেয়রের টেবিলে ।

এই প্রসঙ্গে কলকাতা কর্পোরেশন ইঞ্জিনিয়রস অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সম্পাদক মানস সিনহা বলেন, "পুরনিগমের মূল ভবনে সিসিটিভির নজরদারি রয়েছে ৷ কিন্তু কলকাতা জুড়ে অন্যান্য বিভিন্ন ভবনে তেমনটা নেই ৷ তাই মহিলাকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ৷ যাতে আরজি করের এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বা কোনও অবকাশ না থাকে ৷ সেই দিক মাথায় রেখেই এই দাবিগুলি আমরা জানিয়েছিলাম ৷ কর্তৃপক্ষ মেনে নেওয়াটাই স্বাভাবিক । তবে বাস্তবায়ন কেমন করছে তা না দেখেই এখনও কিছু বলা যায় না । সাত দিন তারা যখন বলেছেন, তারপরে আমরা আবার পরিস্থিতি দেখে আবেদন করব ।"

আরজি করে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় সারারাজ্য । পুলিশ প্রশাসন কঠোর মনোভাব নিলেও আমজনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন যেন দমার নাম নিচ্ছে না । এ দিকে আরজি কর-কাণ্ডের পর পরই কলকাতা কর্পোরেশন ইঞ্জিনিয়ারস অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশন তরফে মহিলা কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার একগুচ্ছ দাবি করা হয়েছিল । তাদের দাবি-দাওয়ার মধ্যে উল্লেখযোগ্য ছিল যেমন, মহিলাকর্মীদের ছুটির দিনে যেন কাজ না দেওয়া হয় ৷ কারণ, পর্যাপ্ত মহিলা নিরাপত্তারক্ষীর অভাব রয়েছে পুরনিগমে । কর্মক্ষেত্রে সিসিটিভির অভাব আছে । ছুটির পর অতিরিক্ত সময় কাজ করার ক্ষেত্রে বিবেচনা করা হয় । সেই দাবিও করা হয়েছিল ওই সংগঠনের তরফে ।

মহিলাদের নিরাপত্তা পুরনিগমের পদক্ষেপ

সংগঠনের ওই আবেদনে সাড়া দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । এরপরেই কলকাতা পুর কমিশনার ধবল জৈন মহিলা পুরকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একটি নির্দেশিকা জারি করেছেন ৷ যাতে বলা হয়েছে, কলকাতা জুড়ে পুরনিগমের সমস্ত ভবন বা অফিসে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি লাগাতে হবে । সেই সমস্ত দফতরগুলিতে মহিলাকর্মীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তারক্ষী নিয়োগ করতে হবে । নিরাপত্তারক্ষীরা যাতে মনোযোগ সহকারে তাদের কর্তব্য পালন করেন সেদিকে নজর রাখতে হবে । সমস্ত ভবনে মহিলাদের জন্য পর্যাপ্ত পরিমাণে শৌচাগার তৈরি করতে হবে ।

সম্প্রতি আরজিকর কাণ্ডে প্রতিবাদে নামেন পুরনিগমের মহিলাকর্মীরা ৷ সেইসময় তাঁরা কর্পোরেশনের মূল ভবনে এসে অভিযোগ করেছিলেন, তাঁদের নিরাপত্তার অভাব রয়েছে বিস্তার । ছুটির দিনে তাঁদের শুধু অতিরিক্ত সময় নয়, রাত পর্যন্ত কাজ করতে হয় । তাঁদের যেখানে কাজ করতে হয় সেখানে কোন মহিলা নিরাপত্তারক্ষী নেই বা নিরাপত্তারক্ষী রাত পর্যন্ত অনেক ক্ষেত্রে থাকে না । সিসিটিভি ক্যামেরাও বহু জায়গায় নেই । আর এই সমস্ত দাবিগুলি তাঁরা রেখেছিলেন সংগঠন মারফত মেয়র ফিরহাদ হাকিমের কাছে । পরিস্থিতির গুরুত্ব বুঝেই দ্রুত এই সমস্ত আবেদন মেনে নিয়েছে কলকাতা পুর কর্তৃপক্ষ ।

কলকাতা কর্পোরেশন ইঞ্জিনিয়রস অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সম্পাদক মানস সিনহার কথায়, "যে ঘাটতিগুলো ছিল সেগুলোই লিখিত আকারে আমরা আবেদন জানিয়েছিলাম । পুরনিগমে পর্যাপ্ত পরিমাণে স্থায়ী কর্মী নেই, প্রচুর শূন্যপদ রয়েছে । সেখানে লোক নিয়োগ করা প্রয়োজন । তাহলে মহিলা হোক বা পুরুষ কর্মী তাঁদের অতিরিক্ত সময় কাজ করতে হয় না । বা ছুটির দিনেও কাজ করতে হয় না ।"

ABOUT THE AUTHOR

...view details