কলকাতা, 30 সেপ্টেম্বর: সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তার স্বার্থে এবার নয়া নিয়ম জারি করা হচ্ছে ৷ 1 অক্টোবর থেকে সাগর দত্তের জরুরি বিভাগে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি করছে কর্তৃপক্ষ ৷ এবার থেকে জরুরি বিভাগে প্রবেশের ক্ষেত্রে আই-কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে ৷ সেই সঙ্গে রোগী ভর্তির সময় পরিবারের একজন বা সর্বাধিক দু’জন সদস্য থাকতে পারবেন ৷ একইসঙ্গে স্বাস্থ্য ভবন থেকে 320টি সিসিটিভি ক্যামেরা বসানোর অনুমোদন পাওয়া গিয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷
সোমবার পুলিশকে সঙ্গে নিয়ে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন উপাধ্যক্ষ সুজয় মিস্ত্রি ৷ এরপরেই একাধিক নিয়ম জারি করেছেন তিনি ৷ যেখানে হাসপাতাল ও চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টিকে বাড়তি গুরুত্ব দিয়েছেন তিনি ৷ সেই মতো হাসপাতালে প্রবেশের ক্ষেত্রে একাধিক নিয়ম চালু করা হয়েছে ৷ বলা হয়েছে, জরুরি বিভাগে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা ছাড়া, বাকিদের প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র বাধ্যতামূলক ৷ নিরাপত্তারক্ষীদের সবসময় নিজেদের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে ৷
জরুরি বিভাগে রোগী ভর্তির ক্ষেত্রে একজন পরিবারের সদস্য প্রবেশ করতে পারবেন ৷ যদি, রোগীর অবস্থা গুরুতর হয়, সেক্ষেত্রে পরিবারের 2 জন সদস্য প্রবেশাধিকার পাবেন ৷ রোগী ভর্তি হয়ে গেলে হাসপাতাল থেকে দেওয়া ভিজিটিং কার্ড নিয়ে একজনের বেশি জরুরি বিভাগে প্রবেশ করতে পারবেন না ৷ রোগী ছাড়া এবং জরুরি পরিস্থিতি বাদে বিকেল 5টার পর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঢোকার ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছে ৷ প্রবেশদ্বারে পুলিশ গার্ডরেল দিয়ে রাখবে ৷ কোনও রোগীর মৃত্যু হলে, তাঁর দেহ নেওয়ার ক্ষেত্রেও মাত্র 2 জনের প্রবেশাধিকার থাকবে ৷ ময়নাতদন্তের ক্ষেত্রেও নিয়ম এক ৷ পার্কিং স্টিকার ছাড়া হাসপাতালে কোনও গাড়ি রাখা যাবে না ৷
নয়া নিয়মে, সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফার্মেসিতে যাঁরা আসবেন, তাঁরা হাসপাতালের মূল অংশে প্রবেশ করতে পারবেন না ৷ এমনকি সাগর দত্ত মেডিক্যাল কলেজের হস্টেলগুলিতে প্রবেশ করতে গেলে গেটের নিরাপত্তা ব্যবস্থা ও রেজিস্টার মানা বাধ্যতামূলক ৷ নার্সিং হস্টেলের সামনে পুলিশি টহলদারি চালানো হবে ৷ হাসপাতালের ক্যান্টিনেও ঢোকার ক্ষেত্রে রেজিস্টার রাখার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এর সঙ্গে হাসপাতালে কোনও বেসরকারি সংস্থার ডেলিভারি বয়ের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷
সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হামলার ঘটনার পর স্বাস্থ্যসচিব-সহ স্বাস্থ্য ভবনের আধিকারিকরা বৈঠক করে গিয়েছিলেন ৷ তারপরে সেখানে আড়াইশোর বেশি সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা জানিয়েছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম ৷ উল্লেখ্য, সাগর দত্তে 240টি সিসিটিভি রয়েছে ৷ আগের অনুমোদন অনুযায়ী, 40টি সিসিটিভি নতুন করে লাগানোর কাজ শুরু হয়েছে ৷ এবার স্বাস্থ্য ভবনের তরফ থেকে আরও 320টি সিসিটিভি ক্যামেরা লাগানোর অনুমোদন দেওয়া হয়েছে ৷ অর্থাৎ, সুপ্রিম কোর্টের নির্দেশের পর যে 360টি সিসিটিভি ক্যামেরা বসানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, তা এতদিনে কার্যতর হল ৷ আগামী 10 অক্টোবরের মধ্যে এই কাজ শেষ হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷