হাওড়া, 14 নভেম্বর: দেব দীপাবলিতে চক্ররেল পরিষেবায় বিঘ্ন ঘটবে বলে জানাল পূর্ব রেল। বারাণসীর গঙ্গার ঘাটে পালিত হয় দেব দীপাবলি। সেই ধাঁচেই সম্প্রতি গঙ্গার বাজে কদমতলা ঘাটেও কলকাতা পুরনিগমের উদ্যোগে শুরু হয়েছে দেব দীপাবলি উৎসব। যার জেরে শুক্রবার চক্ররেল পরিষেবা বিঘ্নিত হবে বলে নির্দেশিকায় জানাল পূর্ব রেল। পাশাপাশি, রাস উৎসব উপলক্ষে বিশেষ লোকাল ট্রেন চলবে বলে জানানো হয়েছে ৷
একনজরে দেখে নিন চক্ররেল পরিষেবার যাত্রাপথ সংক্ষিপ্তের তালিকা-
- 30322 হাসনাবাদ-বিবাদী বাগ লোকাল
- 30145 বিবাদী বাগ-কৃষ্ণনগর লোকাল
- 30128 কল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকাল
- 30121 মাঝেরহাট-নৈহাটি লোকাল
- 30324 হাসনাবাদ-মাঝেরহাট লোকাল
- 30333 মাঝেরহাট-হাবড়া লোকাল
- 30346 বনগাঁ-মাঝেরহাট লোকাল
- 30311 মাঝেরহাট-বারাসত লোকাল
- 30312 বারাসত-মাঝেরহাট লোকাল
- 30331 মাঝেরহাট-হাবড়া লোকাল
- 30122 নৈহাটি-বালিগঞ্জ লোকাল
- 30111 বালিগঞ্জ-ব্যারাকপুর লোকাল
- 30314 দত্তপুকুর-মাঝেরহাট লোকাল
- 30313 মাঝেরহাট-বারাসত লোকাল টালা হয়ে কলকাতা স্টেশন পর্যন্ত চলবে
- 30344 বনগাঁ-মাঝেরহাট লোকাল বারাসত পর্যন্ত চলবে
রুট পরিবর্তন হওয়া লোকাল ট্রেনের তালিকা-
- 30154 নৈহাটি-মাঝেরহাট লোকাল বালিগঞ্জ-কাঁকুরগাছি হয়ে চলবে
- 30123 মাঝেরহাট-নৈহাটি লোকাল টালা হয়ে বালিগঞ্জ-কাঁকুরগাছি হয়ে চলবে
- 30142 গেদে-মাঝেরহাট লোকাল, 30357 মাঝেরহাট-মধ্যমগ্রাম লোকাল, বালিগঞ্জ-কাঁকুরগাছি হয়ে চলবে
- 30332 হাবড়া-মাঝেরহাট লোকাল, 30353 মাঝেরহাট-দত্তপুকুর লোকাল বালিগঞ্জ-কাঁকুরগাছি হয়ে চলবে
- 30152 নৈহাটি-মাঝেরহাট লোকাল বালিগঞ্জ-কাঁকুরগাছি হয়ে মাঝেরহাট যাবে
- 30511 চম্পাহাটি-মাঝেরহাট লোকাল, 30321 মাঝেরহাট-হাসনাবাদ লোকাল, 30711 লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল, 30317 মাঝেরহাট-দত্তপুকুর লোকাল বালিগঞ্জ স্টেশন পর্যন্ত চলবে
- 30342 বনগাঁ-মাঝেরহাট লোকাল, 30712 মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর লোকাল, 30112 ব্যারাকপুর-মাঝেরহাট লোকাল, 30552 মাঝেরহাট-ঘুটিয়ারি শরিফ বালিগঞ্জ পর্যন্ত চলাচল করবে
- 30358 মধ্যমগ্রাম-মাঝেরহাট লোকাল, 30361 মাঝেরহাট-হাসনাবাদ লোকাল, বালিগঞ্জ-কাঁকুরগাছি হয়ে মাঝেরহাট যাবে
বাতিল হওয়া ট্রেনের তালিকা-
- 30412 শিয়ালদা-বিবাদী বাগ (ভায়া মাঝেরহাট)
- 30411 বিবাদী বাগ-শিয়ালদা
- 30416 শিয়ালদা-বিবাদী বাগ
- 30351 মাঝেরহাট-বারাসত
- 31223 শিয়ালদা-ব্যারাকপুর
- 30116 ব্যারাকপুর-বিবাদী বাগ
- 30113 বিবাদী বাগ-ব্যারাকপুর
- 31242 ব্যারাকপুর-শিয়ালদা বাতিল থাকবে
- একটি শিয়ালদা-বারুইপুর স্পেশাল শিয়ালদা থেকে সন্ধ্যা 07.10 মিনিটে ছাড়বে ও 30451 বালিগঞ্জ রুটের পথে যাবে
অন্যদিকে, রাসযাত্রা উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। আগামিকাল থেকে সোমবার পর্যন্ত শিয়ালদা-শান্তিপুর শাখার সমস্ত আপ ও ডাউন ইএমইউ ট্রেনগুলির জন্য বাথনা কৃত্তিবাস হল্ট (BTKB) স্টেশনে অতিরিক্ত যাত্রাবিরতির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, 16-17 নভেম্বর (শনিবার-রবিবার) ও 17-18 নভেম্বর (রবিবার-সোমবার) মধ্যবর্তী রাতে শিয়ালদা-শান্তিপুর শাখায় একটি বিশেষ ইএমইউ ট্রেন চালানো হবে। পাশাপাশি বাথনা কৃত্তিবাস হল্টে অতিরিক্ত যাত্রাবিরতির সময়সূচি (15 নভেম্বর থেকে 18 নভেম্বর পর্যন্ত) ৷