পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চা-বাগান দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, চোপড়ায় পুলিশের সামনেই চলল গুলি - Firing in Chopra

Clash of Two Groups in Chopra: চোপড়ায় চা-বাগান দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, পুলিশের সামনেই ছররা গুলি চালানোর অভিযোগ ৷ আহত বেশ কয়েকজন ৷

Etv Bharat
চা-বাগান দখলকে কেন্দ্র করে সংঘর্ষ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 22, 2024, 5:57 PM IST

রায়গঞ্জ, 22 জুন: চা-বাগান দখলকে কেন্দ্র করে সংঘর্ষ । পুলিশের সামনেই ছররা গুলি চালানোর অভিযোগ । অভিযোগ, গুলিবিদ্ধ হয়েছেন দু’জন। এছাড়াও আহত দু’পক্ষের বেশ কয়েকজন । শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার আনারকলি চা-বাগানে । আহতদের চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 70 বিঘার এই আনারকলি চা-বাগান লাভজনক না-হওয়ায় বেশ কয়েকবছর আগে ছেড়ে চলে যায় ‘ডানকান’ সংস্থা। চা-বাগান বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যার মধ্যে পড়েছিল বাগানের শ্রমিকরা। বর্তমানে তাঁরাই বাগানের একাংশে চাষ করে কোনক্রমে সংসার চালাচ্ছিলেন ।

বেশ কিছুদিন ধরেই এই বাগান নিজেদের কব্জায় আনতে উদ্যোগী হন চোপড়া ব্লকের হাসিবুল ইসলাম-সহ তাঁর সঙ্গীরা। হাসিবুল ইসলাম স্থানীয় দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য । শুরু হয় দু’পক্ষের বিবাদ । তা মেটাতে চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের বাড়িতে সালিশি সভা বসলেও তাতে কোনও সমাধান সূত্র মেলেনি । শনিবার সকালে হাসিবুল ইসলামের দলবল বাগান দখল করতে এলে শ্রমিকরা তাঁদের বাধা দেন । শুরু হয় দু’পক্ষের সংঘর্ষ ।

অভিযোগ, এই সংঘর্ষের ঘটনায় হাসিবুলের লোকেদের বিরুদ্ধে ছররা গুলি চালানোর অভিযোগ ওঠে । দু’জন গুলিবিদ্ধ হন বলে জানা গিয়েছে । এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন । আহতদের চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে । ঘটনার খবর পেয়ে আসে চোপড়া থানার পুলিশ । আহত শ্রমিকদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই হাসিবুলের লোকজন গুলি চালালেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি । ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস জানিয়েছেন, চা-পাতা কে নেবে, এই নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে । এবারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে । ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতার করা হবে । এখনও পর্যন্ত লিখিত কোনও অভিযোগ আমরা পাইনি ৷ তবে কোনও অভিযোগ না-পেলেও পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা গ্রহণ করবে ।

ABOUT THE AUTHOR

...view details