পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাড়ুইয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, বোমাবাজিতে আহত কমপক্ষে 11 - Bombing in Birbhum - BOMBING IN BIRBHUM

Bombing at Parui: উত্তপ্ত বীরভূমের পাড়ুই ৷ তৃণমূলের গোষ্ঠীকোন্দলে রক্তারক্তি কাণ্ড ৷ অশান্তির মাঝে চলল বোমাবাজি ৷ দু'পক্ষের মধ্যে সংঘর্ষে আহত প্রায় 11 জন ৷

TMC Clash at Parui Birbhum
বোমাবাজি পাড়ুইয়ে (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 18, 2024, 5:49 PM IST

Updated : Jun 18, 2024, 6:24 PM IST

পাড়ুই, 18 জুন: বীরভূমের পাড়ুইয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও বোমাবাজি। জখম দুই পক্ষের অন্ততপক্ষে 11 জন ৷ তাঁদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ পরিস্থিতি সামাল দিতে এলাকায় রয়েছে পুলিশ বাহিনী। জানা গিয়েছে, নির্বাচনে বিজেপির দিকে ঘেঁষার অভিযোগ নিয়ে অশান্তি তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। এলাকার দখল নিয়ে দু'পক্ষের মধ্যে মুড়িমুড়কি মত বোমাবাজি চলে বিষ্ণুখণ্ডা গ্রামজুড়ে ৷

বোমাবাজিতে আহত কমপক্ষে 11 (ইটিভি ভারত)

বোলপুর লোকসভায় 3 লক্ষ 28 হাজার ভোটে জয়লাভ করেছেন তৃণমূল-কংগ্রেস প্রার্থী অসিত কুমার মাল ৷ কিন্তু, তাও বোলপুর পৌর এলাকা-সহ বেশ কিছু গ্রামের বুথে বিজেপি লিড পেয়েছে। এলাকার দখলদারি নিতে বীরভূমের পাড়ুই থানার সাত্তোর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুখণ্ডা গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে ব্যপক সংঘর্ষ হয় ৷ এমনকী, গ্রামজুড়ে চলে বোমাবাজিও ৷ দু'পক্ষের মধ্যে মুড়িমুড়কির মতো বোমাবাজি চলে গ্রামের রাস্তায়। এতে দুই গোষ্ঠীর সংঘর্ষে 11 জন জখম হন ৷

তাদের কাউকে সাত্তোর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, কাউকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ গ্রামের মহিলাদের অভিযোগ, ভোট মিটতেই একাংশ তৃণমূল নেতা গ্রামে তাণ্ডব করছেন ৷ পরিস্থিতি সামাল দিতে এলাকায় রয়েছে পুলিশ বাহিনী। তবে ঘটনার পর থেকেই গ্রামে ক্ষোভ ও উত্তেজনা রয়েছে। গ্রামের মহিলারা বলেন, "তৃণমূলের শেখ বসির ও শেখ সবুরের মধ্যে ঝামেলা ৷ আমরা সবাই তৃণমূল করি ৷ আজ ঈদ উপলক্ষে গ্রামের ছেলেরা মাইক চালিয়ে আনন্দ করছিল ৷ যার জন্য বিজেপি ঘেঁষাদের গায়ে লাগে ৷ তাই ওরা মারামারি শুরু করে ৷ গ্রামে বোমাবাজি করে ৷ আমরা ভয়ে আছি ৷"

Last Updated : Jun 18, 2024, 6:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details