ফরাক্কা, 20 ডিসেম্বর:গঙ্গাপাড়ে পড়ে বহু আধার কার্ড। খবর পেয়ে স্থানীয়রা ছুটলেন দেখতে ৷ কেউ কেউ তো নিজের ও আত্মীয়দের আধার কার্ড খুঁজে নিতে ব্যস্ত। অনেকে নিজের আধার কার্ড যাচাই করে বাড়িও নিয়ে গেলেন! শুক্রবার সকালের এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ফরাক্কা ব্লকের জাফরিগঞ্জ গঙ্গাপাড়ে। রীতিমতো ভিড় জমেছে এলাকায়।
গোটা ঘটনায় দেখা নেই প্রশাসনের। এমনকী কার্ডগুলি আসল না নকল তা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসন বা পোষ্ট অফিসের কেউ খোঁজ নিতেও আসেনি। ফরাক্কা ব্লকের বিডিও জুনাইদ আহম্মেদ বলেন, "বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে। কেউ ফেলে গিয়ে থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।"
নিজেদের পরিচয়পত্র খুঁজতে ভিড় স্থানীয়দের (ইটিভি ভারত) উল্লেখ্য, আধারের আবেদন করেও বহু মানুষ পোস্ট অফিসে ঘুরছেন। সঠিক বন্টনের অভাবে লক্ষ লক্ষ আধার কার্ড বিভিন্ন পোস্ট অফিসেই জমা পড়ে রয়েছে। অথচ আধার কার্ড না-মেলায় মানুষের ভোগান্তির অন্ত নেই। বহু মানুষ কেন্দ্রীয় সরকারের এই সচিত্র পরিচয়পত্রের অভাবে বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে পারছেন না। বহু সরকারি সাহায্য থেকে উপভোক্তারা বঞ্চিত হচ্ছেন। সেই আধার কার্ড পড়ে রয়েছে গঙ্গাপাড়ে! প্রতিটি কার্ডে রয়েছে ফরাক্কা ব্লকের জাফরিগঞ্জ পোস্ট অফিসের ঠিকানা ৷
এদিন সকালে বিষয়টি জানাজানি হতেই প্রাথমিক স্কুল সংলগ্ন গঙ্গাপাড়ে ভিড় জমতে শুরু করে। দেখা যায় উৎসুক মানুষ আধার কার্ডে স্তুপ ঘেঁটে নিজেদের সচিত্র পরিচয়পত্র খুঁজছেন। অনেকে নিজেদের আধার কার্ড পেয়ে বাড়িও নিয়ে যাচ্ছেন। কেউ কেউ আত্মীয়ের কার্ড দেখে তাঁদের খবর দিচ্ছেন। পুরো ঘটনায় ডাক বিভাগের উপরই অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে কার্ড ডাক বিভাগের বাড়িতে পৌঁছে দেওয়া উচিত তা পড়ে রয়েছে গঙ্গার পাড়ে -এটা মেনে নেওয়া যায় না। যে বা যারা এই সমস্ত কার্ড ফেলে গিয়েছে তাদের সাজা হওয়া উচিত।