পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রতিশ্রুতি পূরণ সরকারের, পুলিশে চাকরি পেলেন সন্তোষজয়ী বাংলা দলের ফুটবলাররা - BENGAL WINS SANTOSH TROPHY

সাব-ইন্সপেক্টর ও কনস্টেবল পদে চাকরি পেলেন সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলাররা ৷ খেলোয়াড়দের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী ৷

BENGAL WINS SANTOSH TROPHY
পুলিশে চাকরির নিয়োগপত্র পেলেন সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলাররা ৷ (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2025, 5:04 PM IST

কলকাতা, 8 জানুয়ারি: সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলারদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁদের পুলিশের চাকরি দেওয়া হল রাজ্য সরকারের তরফে ৷ গত 2 জানুয়ারি নবান্ন সভাঘরে সন্তোষজয়ী ফুটবল দলের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই তাঁদের সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ৷

নবান্ন সূত্রে খবর, গত 2 জানুয়ারি মমতার সরকারি চাকরির প্রতিশ্রুতির পর, গত শুক্রবার থেকে ফুটবলারদের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করে দেয় সরকার ৷ ওই দিনই নব মহাকরণ থেকে ক্রীড়া দফতরের দুই আধিকারিক গৌতম বিশ্বাস ও মুকেশ কুমার সিং আইএফএ অফিসে আসেন ৷ তারপর শনিবার, আইএফএ দফতরে পুলিশের নিয়োগের কাগজপত্রে সই করেন ফুটবলাররা ৷

বুধবার ধনধান্য স্টেডিয়ামে পড়ুয়া সপ্তাহ উপলক্ষে একটি সরকারি অনুষ্ঠান ছিল ৷ সেখানেই মুখ্যমন্ত্রী ফুটবলারদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন ৷ জানা গিয়েছে, ফুটবলারদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সাব-ইন্সপেক্টর ও কনস্টেবল পদে নিয়োগ করা হয়েছে ৷

এ দিন মমতা বলেন, "সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা ৷ ফুটবলে বাংলা ভারতসেরা হয়েছে ৷ এর জন্য কোচ সঞ্জয় সেন ও সমস্ত ফুটবলার-সহ আইএফএ-র সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ৷ আজ ফুটবলারদের হাতে সাব-ইন্সপেক্টর পদে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল ৷"

উল্লেখ্য, সন্তোষ ট্রফিতে শেষবার বাংলার সাফল্য এসেছিল 2016-17 সালে ৷ তারপর একাধিকবার ফাইনালে উঠলেও কাপ অধরা ছিল বাংলা দলের ৷ 2024-এর শেষদিনে অর্থাৎ, 31 ডিসেম্বর কেরলকে হারিয়ে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয় সঞ্জয় সেনের দল ৷

ABOUT THE AUTHOR

...view details