পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না সন্দেশখালির মহিলারা ! কারণ নিয়ে ধোঁয়াশা - SANDESHKHALI INCIDENT - SANDESHKHALI INCIDENT

New Controversy Sandeshkhali: গত 5 জানুয়ারি থেকে উত্তপ্ত বসিরহাটের সন্দেশখালি ৷ নারী নির্যাতন-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তিন স্থানীয় তৃণমূল নেতা ৷ এবার অভিযোগ, লক্ষ্মী ভাণ্ডারের টাকাও পাচ্ছেন না এলাকার মহিলারা ৷ কারণ নিয়ে দানা বেঁধেছে রহস্য ৷

Sandeshkhali
লক্ষ্মী ভাণ্ডারের টাকা থেকে বঞ্চিতর অভিযোগ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 18, 2024, 5:45 PM IST

Updated : May 18, 2024, 10:27 PM IST

সন্দেশখালি (ইটিভি ভারত)

সন্দেশখালি, 18 মে: ইডি আধিকারিকদের উপর হামলা ৷ নারী নির্যাতনের অভিযোগ ৷ গ্রেফতার স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার কাছের লোকেরা ৷ গত 5 জানুয়ারি থেকে এরকমই নানা ঘটনা ঘিরে উত্তপ্ত বসিরহাটের সন্দেশখালি ৷ এবার এখানে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ গিয়েছে বলে অভিযোগ তুললেন এলাকার মহিলারা ৷

নারী নির্যাতন ছাড়াও জমি দখল এবং ভেড়ি দখলের অভিযোগ ওঠে শেখ শাহজাহান, উত্তম সরদার এবং শিবু হাজরাদের বিরুদ্ধে ৷ রাস্তায় প্রতিবাদ দেখিয়ে ক্ষোভ উগরে দেন এলাকার মহিলারা ৷ বিশেষ করে ক্ষোভে ফেটে পড়েন জেলিয়াখালি, বেড়মজুর ও সন্দেশখালি এলাকার মহিলারা ৷ এখন অভিযোগ, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে এই তিন এলাকা ৷

তাঁদের একাংশের অভিযোগ, সন্দেশখালির ঘটনা প্রকাশ্যে আসার পর গত 2-3 মাস তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না কোনও টাকা ৷ ফলে এই নিয়ে বিপাকে পড়েছেন অনেকেই। তাঁদের কেউ কেউ সরাসরি স্থানীয় বিডিও অফিসে যোগাযোগও করেন । বিষয়টি স্বীকারও করে নিয়েছেন স্থানীয় ব্লক প্রশাসন। যদিও স্থানীয় তৃণমূল নেতাদের একাংশ তা মানতে নারাজ ।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সন্দেশখালি 1 নম্বর ও 2 নম্বর ব্লকে প্রায় 70 হাজার মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধে পান। তাঁদের অনেকের গত তিন মাসে এই প্রকল্পের টাকা ঢোকা আচমকাই বন্ধ হয়ে যায়। সন্দেশখালি 2 নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্ক মাণ্ডি বলেন, "ঠিক কী কারণে টাকা ঢুকছে না তা আমাদের জানা নেই । তবে আমাদের ব্লকের 7 জনের আইডিতে কিছু সমস্যা দেখা দিয়েছিল, তা সংশোধন করে জেলাকে পাঠানো হয়েছে ৷ আবেদন গ্রহণ ও যাচাই করে জেলায় পাঠিয়ে দেওয়া হয় । তারপরও কেন টাকা ঢুকছে না, তা উচ্চ বিভাগীয় ব্যাপার । তারাই বলতে পারবে।"

তবে কারও কারও ব্যাংক অ্যাকাউন্টে মে মাসে 2000 টাকা জমা পড়েছে । অথচ গত দু'মাস ও চলতি মাসের টাকা হিসেব করলে তা 3000 টাকা হওয়ার কথা । কিন্তু 2000 টাকার বেশি পাওয়া যাচ্ছে না । বাকি 1000 টাকার ভবিষ্যৎ কী, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে । সেই টাকা পাওয়া যাবে কি না,তা নিয়ে সংশয়ে রয়েছেন অনেকেই । যদিও সন্দেশখালি 2 নম্বর ব্লকের কৃষি করমাধ্যক্ষ তথা তৃণমূল নেতা দিলীপ মল্লিক বলেন, "খোঁজ নিয়ে দেখুন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। কিন্তু এই ঘটনার পর কেউ কেউ মিথ্যাচার করছেন ।"

আরও পড়ুন:

Last Updated : May 18, 2024, 10:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details