বারাসত, 6 মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে সকাল হতেই বারাসতের উদ্দেশ্যে সন্দেশখালির গ্রামবাসীরা । নতুনপাড়া, পাত্রপাড়া, মাঝেরপাড়া ও পুকুরপাড়া-সহ একাধিক গ্রাম থেকে দলবদ্ধ হয়ে মানুষজন সন্দেশখালি ফেরিঘাট পেরিয়ে ধামাখালি হয়ে আসতে শুরু করেছেন বারাসতে ৷ সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা ৷ এই সভাকে জাতীয় স্তরে পৌঁছে দিতে সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের নিয়ে আসার বিষয়ে আগেই মনস্থির করেছিল রাজ্য বিজেপি । তবে শুধু নিয়ে আসাই নয়, তাঁদের মনের কথাও শুনবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এমনটাই এখনও পর্যন্ত ঠিক রয়েছে ।
সন্দেশখালির মহিলাদের কথা যাতে জাতীয় স্তরে পৌঁছে দেওয়া যায়,তার ব্যবস্থা সভাস্থলে রাখা হয়েছে বলেও খবর বিজেপি সূত্রে । সেই কারণে ভার্চুয়ালি 6 হাজার জায়গা থেকে মহিলাদের অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে । এছাড়া সভাস্থলের আশেপাশে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলিতে জায়েন্ট স্ক্রিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার লাইভ সম্প্রচার তুলে ধরা হবে বলেও জানা গিয়েছে । অর্থাৎ, মোদির জনসভা সফল করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে বিজেপি নেতৃত্ব ।