রায়গঞ্জ, 19 জানুয়ারি: রায়গঞ্জ মেডিক্যাল কলেজের মর্গের বাইরে একটি কাঠের বেঞ্চে মাথা নিচু করে বসে রয়েছেন এক মহিলা ৷ চোখমুখ থমথমে ৷ সংবাদ মাধ্যমকে দেখে আরও যেন গুটিয়ে গেলেন তিনি ৷ মহিলার নাম আফরোজা খাতুন ৷ শনিবার গোয়ালপোখরে পুলিশের গুলিতে নিহত পলাতক বন্দি সাজ্জাক আলমের স্ত্রী ইনি ৷
স্বামীর মৃত্যুর খবর পেয়ে কয়েকজন আত্মীয়ের সঙ্গে মর্গে এসেছেন, দেহ শনাক্তকরণ ও নিয়ে যাওয়ার জন্য ৷ কিন্তু, স্বামীর মৃত্যুতেও তিনি নির্বিকার ৷ গত পাঁচবছরে তাঁর সাজ্জাকের সঙ্গে দেখাই হয়নি ৷ পরিবারের খোঁজও নেননি তিনি ৷ আর তারপর ডাকাতি-সহ নানান অপরাধে জড়িত থাকার অভিযোগে গত কয়েকবছর সাজ্জাক জেলে ছিলেন ৷
আর তারপর গত বুধবার গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায় দুই পুলিশ কর্মীকে গুলি করে পালান সাজ্জাক আলম ৷ এই ঘটনা নিয়ে সাজ্জাকের স্ত্রীর বক্তব্য, "আমি জানি না ওঁর অপরাধ সম্পর্কে ৷ আমার সঙ্গে বহুবছর দেখা নেই ৷ শুনেছি পুলিশকে গুলি করে পালিয়েছিল ৷ তাই পুলিশ ওঁকে গুলি করেছে ৷"