দার্জিলিং, 27 মে: সিকিমের জঙ্গলে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগার। পাহাড়ি খাড়া উচ্চতায় রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পরেছে ট্র্যাপ ক্যামেরায়। আর তাতে উচ্ছ্বসিত বন দফতর। সম্প্রতি সিকিমের ইয়ালি অভয়ারণ্যে বসানো ট্র্যাপ ক্যামেরায় ধরা পরেছে পূর্ণবয়স্ক বাঘের ছবি। এর আগে কখনও ইয়ালি অভয়ারণ্যে বাঘের দেখা মেলেনি। এই প্রথমবার ওই অভয়ারণ্যে বাঘের খোঁজ মিলল। তাও আবার রয়্যাল বেঙ্গল টাইগার ৷
গ্যাংটকের থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত ইয়ালি অভয়ারণ্য। সিকিমের বন দফতর ও গ্লোবাল টাইগার ফোরামের বাঘ সংরক্ষণ প্রকল্পের অধীন ওই ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল। আর বাঘের ছবি ধরা পরতেই খুশির হাওয়া গ্লোবাল টাইগার ফোরামে। এর আগে অবশ্য 2023 সালের ডিসেম্বর মাসে সিকিমের পাঙ্গোলাখা ওয়াইল্ড লাইফ অভয়ারণ্যে বাঘের ছবি ধরা পরেছিল। সিকিমের বন দফতর, কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রক ও গ্লোবাল টাইগার ফোরাম পাইলট প্রজেক্ট হিসেবে সম্বনিত বাঘের আবাসস্থল সংরক্ষণ প্রকল্প নেয়। তাদের দাবি ছিল, হিমালয়ের জঙ্গলে একাধিক কারণে গত দু'দশকে বাঘের সংখ্যা কমেছে। তার মূল কারণ জঙ্গল নষ্ট হওয়া, জ্বালানি কাঠের সংগ্রহ, চোরাশিকারীদের দাপট। হিমালয়ের অবস্থানে সিকিমের জঙ্গল নৃতাত্ত্বিক পরিবর্তনের অন্যতম উদাহরণ। উন্নয়নের নামে মানুষ যেভাবে বন-জঙ্গল ধ্বংস করে চলেছে, তাতে বাঘের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও বন দফতরেরে আধিকারিকরা জানাচ্ছেন।
আরও পড়ুন:বেঙ্গল সাফারি থেকে একজোড়া বাঘ আলিপুর চিড়িয়াখানায়, দেখার সুযোগ কবে থেকে?