পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বারবার শুনানি পিছনোয় ক্ষুব্ধ আরজি করে নির্যাতিতার বাবা-মা

শীর্ষ আদালতে বারবার পিছিয়ে যাচ্ছে শুনানি ৷ প্রধান বিচারপতির উপর ক্ষোভ উগরে দিলেন আরজি করে নির্যাতিতার বাবা-মা ৷

RG Kar Victims Family Reactions on supreme court hearing
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

সোদপুর, 6 নভেম্বর: পরপর দু-দিন শুনানি পিছিয়ে যাওয়ায় দেশের প্রধান বিচারপতির উপর ক্ষুব্ধ আরজি করে নিহত পড়ুয়া চিকিৎসকের বাবা-মা । বুধবার সন্ধ্যায় সোদপুরের বাড়িতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতার বাবা বলেন,"সত্য কথা বলতে বিচার ব্যবস্থার উপর আমরা আস্থা হারাতে বসেছি । মন থেকে খুবই কষ্ট হচ্ছে ।"

  • নির্যাতিতার বাবার বক্তব্য :

"মঙ্গলবার প্রধান বিচারপতি নিজে থেকেই বললেন মামলাটি প্রাধান্য দিয়ে বুধবার সবার প্রথমে শুনানি করা হবে ।অথচ, দেখলাম মামলাটি চলে গেল 34 নম্বর সিরিয়ালে ! এটা কীভাবে সম্ভব ? উনি তো সুপ্রিম কোর্টে বিচার প্রক্রিয়া চলাকালীন বলেছিলেন এই মামলাটা বুধবার সকালের দিকে উঠবে ! মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চ শুনবে ! তারপরও কেন মামলাটি 34 নম্বর সিরিয়ালে চলে গেল ? তাহলে কেন উনি বলতে গেলেন এই কথা ? এসব দেখে তো এমনিই প্রধান বিচারপতির উপর ভরসা হারিয়ে যাবে ! মন থেকে আমরা যথেষ্ট হতাশ হয়েছি । সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে আরজি করে ধর্ষণ ও খুনের সুয়োমোটো মামলা নিল । অথচ, পরবর্তীকালে সেটা শুধুমাত্র আরজি কর মামলা হয়ে গেল ! সিবিআইও বলছে, এখনও তাঁদের অনেক কাজ বাকি রয়েছে । তিন মাস হতে চলল । তারপরও আমরা সুবিচার পেলাম না । তবে লড়াই আমরা ছিনিয়ে আনব ।"

প্রতিশ্রুতি পূরণ হয়নি, ফের মুখ্যসচিবকে মেইল জুনিয়র চিকিৎসকদের

  • নির্যাতিতার মায়ের বক্তব্য :

সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে যাওয়ায় স্বামীর সুরেই সুর মিলিয়েছেন নির্যাতিতা ছাত্রীর মা । তাঁর কথায়,"মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ শুনানি হবে বলে আমরা বাড়িতে টিভি খুলে বসেছিলাম । আজকেও সকাল থেকে টিভিতে চোখ রেখেছি । কিন্তু শুনানি হল না । এতে আমরা হতাশ । শুনানি যদি না-ই শুনবেন, তাহলে দেশের প্রধান বিচারপতি কেন নিজে থেকে মামলাটি সুপ্রিম কোর্টে নিয়ে গেলেন ? আমার মেয়ের মৃত্যুর বিচার নিয়ে ছেলেখেলা চলছে ! প্রথমে আমাদের আরজি কর হাসপাতাল থেকে বলা হল আমার মেয়ে অসুস্থ । পরে বলা হল সে নাকি আত্মহত্যা করেছে ! সেই কথা শুনে আমরা তড়িঘড়ি সেখানে পৌঁছলাম । তিন ঘণ্টা বসিয়ে রাখার পরও আমার মেয়ের মুখ দেখতে দেওয়া হল না । পুলিশের ভূমিকা প্রথম থেকেই সন্দেহজনক । একটা অপরাধ সংঘঠিত হল, তারপরও কেন সেই অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে ? কেনই বা অপরাধীদের মাথায় প্রশাসনের হাত থাকবে ? 9 অগস্ট কী ঘটনা ঘটেছে, তা আজও আমরা জানতে পারলাম না । সেদিনের ঘটনা সম্পর্কে আমরা জানতে চাই ।"

  • অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে নির্যাতিতার বাবা-মা :

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র সঙ্গে দেখা না হওয়ার বিষয়ে তাঁদের বক্তব্য,"আমাদের সঙ্গে ওনার ঠিক দেখা হবে । আমাদের সঙ্গে কথা হয়েছে ।তিনি আমাদের সঙ্গে দেখা করার আশ্বাস দিয়েছেন ।" তবে, কখন কোন সময়ে দেখা হবে সেই বিষয়ে এদিন কোনও উচ্চবাচ্য করেননি নির্যাতিতা ছাত্রীর বাবা-মা ৷

ABOUT THE AUTHOR

...view details