পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জরুরি পরিষেবাতেও 'না', চার দফা দাবি আবাসিক চিকিৎসকদের - RG Kar Female Doctor Rape Murder - RG KAR FEMALE DOCTOR RAPE MURDER

RG Kar Residential Doctor's Protest: হাসপাতালে জরুরি পরিষেবাও বন্ধ করলেন আরজি করের আবাসিক চিকিৎসকরা ৷ তাঁরা চার দফা দাবি জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন ৷ এর মধ্যে অন্যতম নিহত মহিলা চিকিৎসকের পরিবারের জন্য ক্ষতিপূরণ ৷ দাবিগুলি না মানা পর্যন্ত কাজে ফিরবেন না তাঁরা ৷

RG Kar Residential Doctors stop working
আরজি করে বন্ধ হল জরুরি পরিষেবা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 11, 2024, 5:01 PM IST

কলকাতা, 11 অগস্ট: এবার জরুরি পরিষেবাতেও 'না' আরজি কর হাসপাতালের আবাসিক চিকিৎসকদের ৷ দোষীদের ফাঁসির সাজা-সহ বেশ কিছু দাবিতে চিকিৎসকরা জরুরি পরিষেবা দেবেন না বলে জানিয়ে দিয়েছেন ৷ এই মর্মে তাঁরা একটি বিবৃতি জারি করেছেন ৷ তাঁরা মৃত চিকিৎসকের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণের দাবিও তুলেছেন ৷

বিক্ষুব্ধ আবাসিক চিকিৎসকদের দাবি

আবাসিকদের দাবি না-মানা পর্যন্ত জরুরি পরিষেবা বন্ধ এবং হাসপাতালের অন্য বিভাগগুলিতেও পরিষেবা বন্ধ রাখবেন আবাসিক চিকিৎসকরা ৷ চার দফা দাবি প্রকাশ করেছেন চিকিৎসকরা । তার মধ্যে অন্যতম আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান এবং অন ডিউটি এসিপির পদত্যাগ ৷ স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া তথা চিকিৎসকের মৃত্যুতে এই উচ্চ আধিকারিকদের লিখিত ক্ষমা চাইতে হবে, বিবৃতিতে জানিয়েছেন আবাসিক চিকিৎসকরা ৷

আবাসিক চিকিৎসকদের দাবিদাওয়া (ইটিভি ভারত)

এছাড়া যথাযথ তথ্যপ্রমাণ সমেত দোষীদের ফাঁসির সাজা ৷ প্রতিবাকারী আবাসিক চিকিৎসকদের কমিটিকে তদন্তের অগ্রগতির কথা জানাতে হবে ৷ 9 অগস্ট সকালে আরজি কর হাসপাতালের চারতলায় সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয় ৷ তাঁকে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ এই ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ থেকে কী তথ্য পাওয়া গিয়েছে, তা জানাতে হবে বিক্ষোভকারী চিকিৎসকদের ৷ মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্টও প্রকাশ্যে আনতে হবে ৷ বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।

ক্ষতিপূরণের দাবি

নিহত মহিলা চিকিৎসকের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করতে হবে ৷ এই তদন্তের জন্য যে কমিটি গঠন করেছে কলকাতা পুলিশ, তার প্রতিদিনের প্রগ্রেস রিপোর্ট জানাতে হবে প্রতিবাদকারী চিকিৎসকদের ৷ এই চার দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত জরুরি পরিষেবা বন্ধ রাখবেন আবাসিক চিকিৎসকরা, সাফ জানানো হয়েছে বিবৃতিতে ৷

শুক্রবার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর পর থেকেই কর্মবিরতি চলছে রাজ্যের সব সরকারি হাসপাতালে ৷ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এই ঘটনার জন্য প্রতিবাদ বিক্ষোভে নেমেছেন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক ও চিকিৎসক সংগঠন ৷

এই হাসপাতালের অবস্থানরত চিকিৎসকদের অনুরোধ, কোনও রাজনৈতিক ব্যানারে নয়, তাদের সঙ্গে এই আন্দোলনে যুক্ত হতে হলে রাজনীতির রং ছেড়ে আসতে হবে ৷ শনিবার আরজিকর মেডিক্যাল কলেজের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের চরম ধস্তাধস্তি হতে দেখা যায় ৷

ABOUT THE AUTHOR

...view details