কলকাতা, 25 অগস্ট: আরজ কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। এবার তদন্তে নেমে সঞ্জয় রায়ের ব্যবহার করা কলকাতা পুলিশের স্টিকার লাগানো বাইকটিকে নিয়ে আসা হল সিজিও কমপ্লেক্সে । শনিবার বিকেলে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ওই বাইকটিকে নিয়ে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
মূলত, এই বাইকে করেই সঞ্জয় গত 9 অগস্ট ভোর বেলায় আরজি কর হাসপাতালে এসেছিল । পরে এই বাইক চালিয়ে আরজি কর হাসপাতাল থেকে বেরিয়ে যায় । প্রাথমিক তদন্তের পর এমনটাই জানতে পেরেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । তবে এই ঘটনায় প্রশ্ন উঠেছে, কেন একজন সিভিক ভলেন্টিয়ার নিজের বাইকে স্পিকার লাগালো ?
এছাড়াও, সঞ্জয় রায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । সিবিআই আধিকারিকরা জেনেছেন যে, প্রভাব খাটিয়ে সঞ্জয় রায় নিয়ম ভেঙে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটেলিয়ানের ব্যারাকে থাকতো। পুলিশের অভিযোগ, ঘটনার পর তাকে সেই ব্যারাক থেকেই গ্রেফতার করা হয়।
ঘটনার দিন সঠিক কী ঘটেছিল ? এছাড়াও, ঘটনার সময় সঞ্জয়ের সঙ্গে আর কে কে উপস্থিত ছিল? এর পাশাপাশি, তরুণী চিকিৎসক সেই সময় হাসপাতালের সেমিনার হলে একা রয়েছে, এই তথ্য সঞ্জয়কে কে বা কারা দিয়েছিল? এই সব প্রশ্নের উত্তর জানার জন্যই সঞ্জয়ের পলিগ্রাফ পরীক্ষার বন্দোবস্ত করেছে সিবিআই । বর্তমানে, সে রয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারে। সেখানেই তার পলিগ্রাফ পরীক্ষার জন্য হাজির হন সিবিআই-এর গোয়েন্দারা। তবে বেশ কিছু আইনি জটিলতার জন্য শনিবার সঞ্জয়ের পরীক্ষা করা সম্ভব হয়নি। আজ, সঞ্জয়ের পলিগ্রাফ পরীক্ষার জন্য প্রেসিডেন্সি সংশোধনাগারে পৌঁছেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।