পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সরকারি হস্টেল থেকে আবাসিক মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার ! চাঞ্চল্য আসানসোলে - Body Recovered - BODY RECOVERED

Body Recovered in Asansol: মহিলার পোড়া দেহ উদ্ধার উদ্ধার আসানসোলের সরকারি গার্লস হস্টেলে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য হস্টেল চত্বরে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Asansol News
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2024, 11:01 PM IST

আসানসোল, 11 সেপ্টেম্বর: এক মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল আসানসোলে । আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত সুকান্ত ময়দানের সামনে একটি মহিলা হস্টেল থেকে অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার হয় । পুলিশ সূত্রে জানা গেছে মৃতার নাম মানা লাহিড়ী (58)।
আসানসোলের একটি বেসরকারি ফার্মাসি কলেজে কাজ করতেন তিনি ৷ থাকতেন ওই মহিলা হস্টেলে ৷

সেখানে তিনি ছাড়া আরও অনেক আবাসিক থাকতেন । তাঁর প্রতিবেশী আবাসিক ঝর্ণা দেবীর কথায়,"12-14 দিন ছিলেন না মানা লাহিড়ী । বুধবারই ফিরে এসেছিলেন তিনি । এসে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করেন । জামা কাপড় গোছগাছ করে রাখেন । দুপুরে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। বিকেলে হঠাৎ একটা শব্দ শুনে বেরিয়ে আসি । দেখি ওর রুম থেকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে । পাড়ার লোকজনরা আসে । পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেখে অর্ধদগ্ধ অবস্থায় মানাকে উদ্ধার করে । আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । আগামিকাল বৃহস্পতিবার ময়নাতদন্ত হবে ।"

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল বিশ্বজিত নস্কর । এই বিষয়ে আসানসোল দুর্গাপুর ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস বলেন, "প্রতিবেশীরা একটা শব্দ শুনতে পান । এরপর এলাকার মানুষ তারপর দেখতে পায় এক মহিলার অর্ধদগ্ধ দেহ পড়ে রয়েছে । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে । ফরেনসিক টিমকে ডাকা হয়েছে । তারপর জানা যাবে ঘটনার আসল কারণ কী । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details