কলকাতা, 25 জুন: লোকসভা নির্বাচনে একাধিক কারচুপির অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র ৷ তাঁর অভিযোগ, তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন ৷ একইসঙ্গে নির্বাচনে গণনা থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে কারচুপি করা হয়েছে বলেও দাবি সন্দেশখালির রেখা পাত্রের ৷
বসিরহাট লোকসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গেলেন রেখা পাত্র (ইটিভি ভারত) এই মর্মে মঙ্গলবার তিনি হাইকোর্টে মামলা দায়ের করলেন ৷ এবারের লোকসভা নির্বাচনে বসিরহাট আসন থেকে বিজেপি প্রার্থী হয়েছিলেন রেখা পাত্র ৷ তাঁর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন হাজি নরুল ইসলাম ৷ তৃণমূল নেতার কাছে 3 লক্ষ 33 হাজার 547 ভোটে পরাজিত হন বিজেপির রেখা পাত্র ৷
লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রের মোট ভোটার 15 লক্ষেরও বেশি ৷ যার মধ্যে 4 লক্ষ 70 হাজার 215 টি ভোট পেয়েছিলেন রেখা পাত্র ৷ তাঁর প্রাপ্ত ভোট মোট ভোটের প্রায় 31% ৷ অন্যদিকে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম পেয়েছিলেন 8 লক্ষ 3 হাজার 762 ভোট, যা মোট ভোটের 52.76% ৷
নির্বাচনের এই ফলাফলকেই চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছেন রেখা ৷ এদিন তিনি বলেন, "আমি হাজি নরুল ইসলামের বিরুদ্ধে আমি পিটিশন জমা দিয়েছি ৷ তিনি যে হলফনামা জমা দিয়েছিলেন, তাতে ভুল তথ্য দিয়েছেন ৷ এছাড়া তিনি যে এখান থেকে জিতেছেন, সেটা আমরা মেনে নিচ্ছি না ৷ তিনি অন্যায় করেছেন ৷ আমি চাই, এর বিচার হোক এবং সত্য সামনে আসুক ৷" তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগও করেছেন ৷
সন্দেশখালিতে প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে বিক্ষোভে অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছিলেন রেখা পাত্র ৷ এরপরেই তাঁকে বসিরহাট আসন থেকে লোকসভায় প্রার্থী করার সিদ্ধান্ত নেয় বিজেপি নেতৃত্ব ৷ নির্বাচনী প্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে তাঁকে ফোন করেছিলেন ৷ বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রার্থী রেখা পাত্রর হয়ে প্রচার, জনসভা করেছেন ৷