পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলায় একুশের থেকেও ভালো ফলের দাবি বিজেপি'র! মমতা বললেন 'মিথ্যা প্রচার' - MAMATA BANERJEE - MAMATA BANERJEE

MAMATA BANERJEE ON BJPs CLAIM: চলতি বছর লোকসভা নির্বাচনে বিজেপি ভোট লুট করেছে ৷ বাজে ফল করেছে ৷ শনিবার কালীঘাটে সাংবাদিক বৈঠকের পর দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

MAMATA BANERJEE ON BJP
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (ফেসবুক)

By ETV Bharat Bangla Team

Published : Jun 8, 2024, 10:53 PM IST

কলকাতা, 8 জুন: লোকসভা নির্বাচনে বিজেপির ফল একুশের বিধানসভা নির্বাচনের থেকেও ভালো হয়েছে বলে দাবি বিজেপি'র ৷ বিরোধীদের সেই দাবি নস্যাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, বিরোধীদের এই দাবি সারবত্তাহীন। শনিবার লোকসভা নির্বাচনের পর কালীঘাটে নিজের বাড়িতে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের ভালো ফলের দাবি অস্বীকার করেন তিনি ৷

মুখ্যমন্ত্রী বলেন, "লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন এক নয়। বিধানসভা নির্বাচনের একদম আলাদা সমীকরণ। কখনই বিধানসভা নির্বাচন দিয়ে লোকসভার ফলকে বিশ্লেষণ করা যায় না।" মুখ্যমন্ত্রী এদিন দাবি করে বলেন, "2019 সালের ফলাফল বিশ্লেষণ করলে আমরা গোটা বাংলায় 161টি বিধানসভা আসনে এগিয়ে ছিলাম। আর বিজেপি এগিয়ে ছিল 121টি সিটে। আর 24-এর ফলাফল বিশ্লেষণ করলে দেখবেন আমরা এগিয়ে রয়েছি 192টি আসনে। আর বিজেপি 90টি আসনে। তাহলে বিজেপির ফলাফল কী করে ভালো হতে পারে। ওরা যা বলছে মিথ্যে বলছে ৷"

এদিন বাংলার মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যাঁরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন এবং যাঁরা দেননি তাঁদের সবাইকে ধন্যবাদ। বাংলা যেভাবে চলছিল সেভাবেই চলবে। তৃণমূলের এই জয় একুশে জুলাই শহীদদের উদ্দেশ্যে তর্পণ করা হবে বলেও জানান তৃণমূল নেত্রী মমতা। পাশাপাশি, এদিন আরও একবার কয়েকটি জায়গায় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জোর করে হারিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী।

এক্ষেত্রে নির্বাচন কমিশন ও কমিশনের পর্যবেক্ষকের দিকে অভিযোগের আঙুল তুলেছেন মমতা। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, তাঁদের নেতৃত্বেই জোর করে হারানো হয়েছে তৃণমূল প্রার্থীদের। মমতার দাবি, পূর্ব মেদিনীপুরে ভোট লুট হয়েছে। ডিএম বদল করে, এসপি বদল করে বিজেপিকে সাহায্য করার চেষ্টা করা হয়েছে। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ দিনের শেষে তারা বিজেপির বিরুদ্ধে জনমত দিয়েছে।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর শাসক-বিরোধী সবপক্ষই নিজের মতো করে ফলাফল বিশ্লেষণ করছে। এই অবস্থায় প্রধান বিরোধী দল বিজেপি দাবি করে, লোকসভা নির্বাচনে বিজেপির ফল একুশের বিধানসভার তুলনায় ব্যাখ্যা করলে ভালো হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details