কলকাতা, 8 জানুয়ারি: বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী উত্তর 24 পরগনার বাগদাহ ব্লকের সীমান্তবর্তী পাঁচ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে । গতকাল বাংলাদেশি সংবাদমাধ্যমে এমনই দাবি করা হয় ৷ জানা গিয়েছে, সেই খবরে স্বীকৃতি দেন 58 বিজিবি-র নবনিযুক্ত কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রফিক ইসলাম ৷ তবে এই খবরকে সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছে বিএসএফ ৷ ভারতের সীমান্ত রক্ষী বাহিনী জানিয়েছে, এ বিষয়ে বৈঠক করবে দুই দেশের সেনাবাহিনী, যাতে এই নিয়ে বিএসএফ ও বিজিবি-র মধ্যে কোনও বিভ্রান্তি বা অশান্তি না-ছড়ায় ৷
দক্ষিণবঙ্গ বিএসএফের ডিআইজি এনকে পাণ্ডে বলেন, "ঝিনাইদহের মাটিলা গ্রামের পাঁচ কিলোমিটার সীমান্ত এলাকা বিজিবি-র পুনরায় দাবি করার খবরটি ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন । এই এলাকাটি ভারতীয় ভূখণ্ডের উত্তর 24 পরগনা জেলার বাগদাহ ব্লকের রাংঘাট গ্রামে । যেখানে আন্তর্জাতিক সীমান্ত কোদালিয়া নদীর পাশ দিয়ে চলে গিয়েছে । নদীপথের কারণে আন্তর্জাতিক সীমন্তের উভয় পাশে রেফারেন্স পিলার দ্বারা ভালোভাবে চিহ্নিত করা হয়েছে । যুগ যুগ ধরে আইবি বা বিএসএফের ডিউটি প্যাটার্নের কোনও পরিবর্তন নেই । বিএসএফ এবং বিজিবি উভয়েই তাদের কোদালিয়া নদীর পাশে দায়িত্ব পালন করে ।"
উল্লেখ্য, এই এলাকাটি কাঁটাতারহীন । এই এলাকা সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশের জন্য ঝুঁকিপূর্ণ । বিএসএফ এই এলাকা থেকে আন্তঃসীমান্ত অনুপ্রবেশ ঠেকাতে অনেক ব্যবস্থা নিয়েছে এবং এখন এই এলাকা থেকে অনুপ্রবেশের প্রচেষ্টা নগণ্য পর্যায়ে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণবঙ্গ বিএসএফের আধিকারিকরা ।