পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুক্রবার থেকে উত্তাল হবে সমুদ্র, বঙ্গ উপকূলে কতটা প্রভাব ফেলবে রেমাল ? - Cyclone Remal Update - CYCLONE REMAL UPDATE

Cyclone Remal Effects over West Bengal: বঙ্গের আকাশে শঙ্কার মেঘ এনেছে ঘূর্ণিঝড় রেমাল ৷ কোথায় কতটা প্রভাব পড়তে পারে, বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন ৷

Cyclone Remal
উত্তাল সমুদ্র (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 8:58 PM IST

কলকাতা, 23 মে:ষষ্ঠ দফার লোকসভা ভোটের মাঝেই শঙ্কার পূর্বাভাস ৷ আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল ৷ ওমানের দেওয়া এই রেমাল নামের আরবি অর্থ বালি ৷ যা রবিবার আঘাত হানতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে ৷ শনিবার ভোট রয়েছে পূর্ব মেদিনীপুরের একাধিক লোকসভা কেন্দ্রে ৷ উপকূলবর্তী জেলা হিসেবে চিন্তা থাকছেই সেখানে সুষ্ঠুভাবে ভোট হওয়া নিয়ে ৷ কারণ শনিবার পূর্ব মেদিনীপুর এবং দুই 24 পরগনা জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ।

সাংবাদিক সম্মেলনে আবহাওয়া দফতর (ইটিভি ভারত)

বৃহস্পতিবার বিকেলের মধ্যে রাজ্যের মৎস্যজীবীদের স্থলভাগে ফিরে আসতে বলা হয়েছে । শুক্রবার ভোর থেকে উত্তাল হবে সমুদ্র । পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলা এই ঘূর্ণিঝড়ের জেরে প্রত্যক্ষ প্রভাবের শিকার হতে পারে । সুন্দরবনের উপর এর বড়সড় প্রভাব পড়তে পারে ।

বরাবরই ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলের এলাকাগুলি ৷ ইতিমধ্যেই সাগর ফুঁসতে শুরু করেছে বলে খবর । মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । এই ঘূর্ণিঝড়টি মূলত বাংলাদেশ উপকূলে আছড়ে পড়লেও তার সংলগ্ন বঙ্গের উপকূলে প্রভাব পড়বে যথেষ্ট ।

আরও পড়ুন :মে মাসের শেষেই কেরলে বর্ষা, বাংলায় কবে ?

এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, 26 মে রবিবার মধ্যরাতে 100 কিলোমিটারেরও বেশি গতিবেগে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ উপকূলের কোনও একটি এলাকায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ৷ বৃহস্পতিবার সকাল থেকে সেটি নিম্নচাপে পরিণত হয়েছে । শনিবার অতি গভীর নিম্নচাপ এবং রবিবার সকালে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে । এরপর উত্তর দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তবর্তী উপকূল এলাকার কোথাও আছড়ে পড়বে ৷ তবে ঠিক কোথায় আছড়ে পড়বে তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না ৷

রবিবার এই জেলাগুলিতে হাওয়ার গতিবেগ 80 থেকে 90 প্রতি ঘণ্টা হতে চলেছে । এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টি ও ঝড়ের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে । সোমবারও পরিস্থিতি প্রায় একই থাকবে ৷ সেদিনও কলকাতা-সহ দক্ষিণের উপরোক্ত 5 জেলায় সতর্কতা রয়েছে । তবে সোমবার হাওয়ার গতিবেগ একটু কমে 60 থেকে 70 কিলোমিটার থাকবে । সেদিন এই জেলাগুলিতে অতিরিক্ত বজ্রপাতের সতর্কতা জারি হয়েছে । মঙ্গলবার থেকে একটু একটু করে রেমালের প্রভাব কাটতে শুরু করবে এবং বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকবে ।

ABOUT THE AUTHOR

...view details