পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেশনদুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় 'ঘনিষ্ঠ' ব্যবসায়ীর বাড়ি ও রাইস মিলে ইডি হানা - ED RAIDS in Ration scam

ED Raids on Ration Scam: রেশনদুর্নীতি মামলায় 10টি জায়গায় হানা দিল ইডি ৷ জ্যোতিপ্রিয় মল্লিক 'ঘনিষ্ঠ' ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়ি, ফ্ল্যাট, গাড়ি এবং তাঁর রাইস মিলে চলে তল্লাশি অভিযান ৷ সোনা ও গরু-সহ কয়লা পাচার মামলাতেও নাম জড়িয়েছিল এই ব্যবসায়ীর ৷

ED Raids
রেশন দুর্নীতিকাণ্ডে ব্যবসায়ীর বাড়ি ও রাইস মিলে ইডির হানা (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jul 30, 2024, 11:58 AM IST

Updated : Jul 30, 2024, 12:34 PM IST

রাজারহাট/বসিরহাট, 30 জুলাই: রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে ফের তৎপর ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট । এবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক 'ঘনিষ্ঠ' ব্যবসায়ী বারিক বিশ্বাসের রাজারহাটের বাড়িতে হানা দিল ইডি ৷ শুধু রাজারহাট নয়, মঙ্গলবার সকাল থেকে বারাসত, বসিরহাট-সহ এই ব্যবসায়ীর একাধিক ঠিকানায় চলছে তল্লাশি অভিযান । ইডির আধিকারিকরা এ দিন উত্তর ও দক্ষিণ 24 পরগনা মিলিয়ে মোট 10টি জায়গায় হানা দিয়েছেন বলে সূত্রের খবর ।

জ্যোতিপ্রিয় 'ঘনিষ্ঠ' ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা (ইটিভি ভারত)

জানা গিয়েছে, এর আগে সোনা ও গরু-সহ কয়লা পাচার মামলাতেও নাম জড়িয়েছিল এই বারিক বিশ্বাসের । এবার রেশন বন্টন দুর্নীতিতেও নাম জড়াল তাঁর । ইডির আধিকারিকরা মনে করছেন, রেশন দুর্নীতির বিপুল পরিমাণে টাকা সোনা এবং ইঁট ভাটার ব্যবসায় বিনিয়োগ করেছিলেন এই জ্যোতিপ্রিয় মল্লিক 'ঘনিষ্ঠ' ব্যবসায়ী ৷ মঙ্গলবার ব্যবসায়ীর বাড়ির পাশাপাশি রাজারহাট-নিউটাউনে আবাসনের ফ্ল্যাটের নীচে দাঁড়িয়ে থাকা দুটি বিলাসবহুল গাড়িতেও চালানো হয় তল্লাশি । জানা গিয়েছে, বারিক বিশ্বাসের দুটি সংস্থার নামে রয়েছে এই দুটি গাড়ি ।

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, এ দিন উত্তর 24 পরগনার বসিরহাটের সংগ্রামপুরে বারিক বিশ্বাসের বাড়ি ছাড়াও পাশের একটি রাইস মিলে অভিযান চালানো হয় ইডির তরফে । এর আগেও ইডি আধিকারিকরা জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এই ব‍্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিলেন । রেশন দুর্নীতি মামলা ও রেশনের চাল বাংলাদেশে পাচার কেলেঙ্কারিতে একসময় নাম জড়িয়েছিল বারিক বিশ্বাসের । এ নিয়ে রাজ্য পুলিশও পৃথক মামলা দায়ের করেছিল । কিন্তু প্রভাবশালী তত্ত্বে ধামা চাপা পড়ে যায় সবকিছু । রেশন দুর্নীতিকাণ্ডে প্রাক্তন খাদ‍্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই ব‍্যবসায়ীর নাম আবারও উঠে আসে ইডির তদন্তে । স্বভাবতই রেশন দুর্নীতির সঙ্গে বারিক বিশ্বাসের কতটা যোগ রয়েছে, তা খতিয়ে দেখতেই এ দিনের এই ইডি অভিযান বলে মনে করা হচ্ছে ।

বসিরহাটে রাইস মিলে ইডির তল্লাশি (নিজস্ব ছবি)

রেশন দুর্নীতিকাণ্ডে বর্তমানে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিচারাধীন অবস্থায় জেলবন্দি রয়েছেন । তিনি যখন খাদ্যমন্ত্রীর পাশাপাশি দলের উত্তর 24 পরগনা জেলার সভাপতি এবং পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন । তখনই ব‍্যবসায়ী বারিক বিশ্বাসের যাবতীয় ব্যবসার বাড়বাড়ন্ত বলে অভিযোগ । খুব অল্প সময়েই জ্যোতিপ্রিয়'র কাছের লোক হয়ে উঠেছিলেন এই ব‍্যবসায়ী ।

অভিযোগ, একসময় বাম আমলে হাসনাবাদ এলাকার ত্রাস বাবু মাস্টারের ছত্রছায়ায় চোরাচালানকারী হিসেবেও বারিক বিশ্বাসের নাম ছিল পুলিশের খাতায় । 2011 সালের পর থেকে সরকার বদলের সঙ্গে সঙ্গে বারিক বিশ্বাসও রাজনৈতিক রং বদলে ফেলেন । তৎকালীন বসিরহাটের সাংসদ হাজী নুরুল ইসলামের খুব কাছে চলে আসেন বারিক বিশ্বাস ।

সোনা পাচার, গরু পাচার, কয়লা পাচার-সহ বহু ব্যবসায় নাম জড়ানো রাতারাতি ধনী হয়ে ওঠা বারিক বিশ্বাসকে দেখলে রীতিমতো অবাক হতে হয় । আর্থিকভাবে প্রভাবশালী হওয়ায় স্থানীয় পঞ্চায়েত ও পরে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের চোখের মনী হয়ে ওঠেন বসিরহাটে । এক কথায় সাংসদ হোক আর বিধায়ক উত্তর 24 পরগনার সব তৃণমূল নেতার আনঅফিসিয়ালি স্পন্সর অর্থাৎ গৌরী সেন ছিলেন এই বারিক বিশ্বাস ।

ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে বাজেয়াপ্ত নথি (নিজস্ব ছবি)

ইডি সূত্রে খবর, বারিক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাটে দেখা মিলিছে তৃণমূলের তরফে সংবর্ধনার ছবি । তাতে ব্যবসায়ীর নাম ছবি-সহ তৃণমূল কংগ্রেসের লোগোও রয়েছে । জানুয়ারি মাসের 1 তারিখে ভবানীপুর ফেরিঘাট সংলগ্ন ফুটবল খেলায় বারিক বিশ্বাসকে দেওয়া হয়েছিল এই সংবর্ধনাটি । ওই ছবিতে এমনই উল্লেখ রয়েছে ।

2014 সালে সোনা পাচারকাণ্ডে 10 কেজি সোনা-সহ বমাল শুল্ক দফতরের হাতে গ্রেফতার হয়েছিলেন বারিক বিশ্বাস । দীর্ঘদিন জেল খাটার পর জামিনে মুক্ত হন তিনি । এরপরে প্রত্যক্ষভাবে রাজনীতিতে অবতীর্ণ হন । কিন্তু অনেক দৌড় ঝাঁপ করেও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ তৃণমূলের জনপ্রতিনিধি হিসেবে ভোটে লড়ার টিকিট পাননি বসিরহাট থেকে । কিন্তু তাঁর দাদা গোলাম বিশ্বাস তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন ।

জ্যোতিপ্রিয় মল্লিক 'ঘনিষ্ঠ' ব্যবসায়ী বারিক বিশ্বাস (নিজস্ব ছবি)

বর্তমানে বারিক বিশ্বাসের বৌদি অর্থাৎ গোলাম বিশ্বাসের স্ত্রী সবিজা বেগম বসিরহাট থেকে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করছেন । সেক্ষেত্রে দাঁড়িয়ে গোলাম বিশ্বাসের ভাই কিংবা সবিজা বেগমের দেওর হিসেবে রাজনৈতিক এবং প্রশাসনিক সুবিধা ও ক্ষমতা ভোগ করেন বারিক বিশ্বাস বলে খবর ।

এমনই একজন প্রভাবশালী ব‍্যবসায়ীর একাধিক ঠিকানায় মঙ্গলবার আচমকাই হানা দেয় ইডির বিশেষ দল । এ দিন বসিরহাট, রাজারহাট, নিউটাউন,সল্টলেক, বারাসত ও বিধাননগরে বারিক বিশ্বাসের একাধিক ফ্ল্যাট, আবাসন, কারখানা, অফিস ও রাইস মিলে ম‍্যারাথন তল্লাশি চালান ইডির আধিকারিকরা । সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । এ দিকে তল্লাশিতে বেশকিছু জিনিসপত্র বাজেয়াপ্ত হয়েছে বলে খবর ইডি সূত্রে ।

উল্লেখ্য, রাজ্যে রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে প্রথমে উত্তর 24 পরগনার ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি । পরে বাকিবুরকে জেরা করে এই মামলায় তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসে । এরপরে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি এবং অফিসে ম্যারাধন তল্লাশি অভিযান চালান তদন্তকারী আধিকারিকরা ৷ সেখান থেকে বেশকিছু নথি বাজেয়াপ্ত করে ইডি ৷ তার ভিত্তিতে জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করা হয় । তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জেরা করে ইডি ৷ এরপরই তদন্তকারীরা জানতে পারেন, রেশন দুর্নীতিতে যে শুধু রাজনৈতিক ব্যক্তিত্বরাই যুক্ত তেমনটা নয়, বরং তার বাইরেও অনেকে যুক্ত রয়েছে ।

Last Updated : Jul 30, 2024, 12:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details