রায়গঞ্জ, 22 মার্চ: 2019 সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ দেখেছিল গেরুয়া ঝড় ৷ সেই ঝড়ে রায়গঞ্জ আসনে জয়ী হন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী ৷ হারিয়ে দেন সিপিএমের তৎকালীন পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের মতো পোড় খাওয়া রাজনীতিবিদকে ৷ ভোটে জেতার পর কেন্দ্রীয় মন্ত্রীও হন দেবশ্রী ৷ 2021 সালে তাঁকে অবশ্য মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ৷
পাঁচ বছর পর আরও একটা ভোট ৷ তাঁর রিপোর্ট কার্ডে ভরসা করেই এই কেন্দ্রে লড়াইয়ের ময়দানে বিজেপি ৷ তথ্য বলছে, গত পাঁচ বছরে নিজের সাংসদ কোটার তহবিলের পুরো টাকাই কাজে লাগাতে পেরেছেন দেবশ্রী ৷ এর মধ্যে রয়েছে শ্মশানঘাটের সংস্কার, পাকা রাস্তা, হাইমাস্ট লাইট, হস্টেল, জলের ট্যাংক-সহ পানীয় জলের ব্যবস্থা, কমিউনিটি হল, শৌচালয়, লাইব্রেরি, যোগা সেন্টার নির্মাণের মতো বেশ কিছু কাজ ৷ বিশেষ কাজের মধ্যে রয়েছে 43 লক্ষ 75 হাজার 434 টাকা ব্যয়ে রায়গঞ্জ রেল স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মের পাশে রাস্তা নির্মাণ, 30 লক্ষ 44 হাজার 727 টাকায় গোয়ালপোখরে অত্যাধুনিক ইন্টিগ্রেটেড প্যাক হাউজ নির্মাণ, 38 লক্ষ 46 হাজার 292 টাকায় রায়গঞ্জে তফশিলি উপজাতিভুক্ত মেয়েদের জন্য হস্টেল নির্মাণের মতো কাজও ৷
তবে অনেক চেষ্টা করেও তিনি রায়গঞ্জ শহরের ভিতরে থাকা রেলওয়ে ক্রশিংয়ের উপর ওভারব্রিজ কিংবা আন্ডারপাস করতে পারেননি ৷ যদিও এর দায় তাঁর নয়৷ জেলা প্রশাসন অনুমোদন না করার জন্যই সেই কাজ থমকে রয়েছে ৷ তবে গত পাঁচ বছরে সাংসদ হিসাবে দেবশ্রীর সবচেয়ে বড় কাজ, ডালখোলায় বাইপাস চালু করা ৷
সাংসদ হিসাবে দেবশ্রীর কাজে রায়গঞ্জ কেন্দ্রে মানুষের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে ৷ এক বাসিন্দা পূরণ শর্মা বলছেন, "জেলাবাসীর জন্য সাংসদ অনেক কাজই করেছেন ৷ এলাকার কথা তিনি অনেকবারই সংসদে তুলে ধরেছেন ৷ তবে আমাদের আকাঙ্খার তো আর শেষ নেই ৷ শুধু রায়গঞ্জ শহরের রেলওয়ে ক্রশিংয়ে ফ্লাইওভার কিংবা আন্ডারপাসটা তিনি করতে পারেননি ৷ ওটা হলে ভালো হত ৷ আর রায়গঞ্জ থেকে দিল্লিগামী সরাসরি একটি ট্রেন এখানকার মানুষের প্রয়োজন ছিল ৷"
আরেক বাসিন্দা অভিজিৎ মণ্ডল বলেন, "সাংসদ হিসেবে দেবশ্রী চৌধুরী যথেষ্টই কাজ করেছেন ৷ এলাকার কথা সংসদে তুলে ধরেছেন ৷ ডালখোলা বাইপাস চালু করে তিনি আমাদের অভিশাপমুক্ত করেছেন ৷ তবে তিনি দূরপাল্লার ট্রেনের ব্যবস্থা করতে না-পারায় আমরা একটু আশাহত ৷ রায়গঞ্জ শহরের যানজট নিয়ন্ত্রণে রেল ক্রশিং পারাপারের একটা ব্যবস্থা করা তাঁর উচিত ছিল ৷ সেটাও তিনি করতে পারেননি ৷ আমরা আশায় ছিলাম, সাংসদ হিসাবে তিনি এখানে এইমস আর এয়ারপোর্ট নির্মাণে পদক্ষেপ নেবেন ৷ এক্ষেত্রেও আমরা আশাহত ৷ জেলায় শিল্প স্থাপনেও তাঁর তেমন ভূমিকা দেখা যায়নি ৷"
তবে সাংসদের কাজে মোটেই খুশি নন নিতাই সাহা ৷ তাঁর মন্তব্য, “গত পাঁচ বছরে সাংসদ আমাদের জন্য তেমন কোনও কাজ করেননি ৷ তাঁর কাছে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজের আশা করেছিলাম ৷ সেটা আমরা পাইনি ৷ সংসদে এলাকার কথা তুল ধরতে আমি অন্তত তাঁকে একবারও দেখিনি ৷ আমরা তাঁর কাছে স্বাস্থ্য, পরিবহণ সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আশা করেছিলাম ৷ আশাহত হয়েছি ৷ তিনি এখানে কোনও ট্রেনও আনতে পারেননি ৷ আমাদের দূরপাল্লার ট্রেনের খুব প্রয়োজন ৷