নিরাপত্তার ঘেরাটোপে রাহুলের ন্যায় যাত্রা জলপাইগুড়ি, 29 জানুয়ারি: রাহুল গান্ধির নিরাপত্তা জোরদার করল রাজ্য সরকার। কোচবিহারের পুনরাবৃত্তি দেখা গেল না জলপাইগুড়ি ও শিলিগুড়িতে। রাহুল গান্ধির কর্মসূচি যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয় তাই বিভিন্ন জেলা থেকে পুলিশকর্মীদের নিয়োগ করা হল। এর আগে ভারত জোড়ো ন্যায় যাত্রা ঘিরে বারবার রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগিয়েছেন অধীর রঞ্জন থেকে গোটা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ সেই সমস্ত বির্তককে পাশে রেখেই রাহুলের নিরাপত্তার কোনও ফাঁক রাখল না রাজ্য প্রশাসন ৷ রাহুল গান্ধির কর্মসূচি যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয় তাই বিভিন্ন জেলা থেকে গতকাল পুলিশকর্মীদের নিয়োগ করা হল।
নিরাপত্তার ঘেরাটোপে রাহুলের ন্যায় যাত্রা জলপাইগুড়ি ও রাহুল গান্ধির যাত্রা পথে সাদা পোশাকের পুলিশ যেমন মোতায়েন ছিল তেমনই বিভিন্ন বাড়ির ছাদে পুলিশি টহলদারি রাখা হয়েছিল জেলা পুলিশের তরফে। রাজ্যের ডিরেক্টর অফ সিকিউরিটির তরফে রাহুল গান্ধির নিরাপত্তা প্রদান করা হয়। আগামী বেশ কয়েকদিন রাজ্যে রাহুল গান্ধির টানা ভারত জোড়ো ন্যায় যাত্রার কর্মসূচি রয়েছে। তাই রাহুল গান্ধির জন্য আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে এসে রাহুল গান্ধির কর্মসূচিতে যাতে কোনও প্রভাব না-পড়ে সেদিক থেকে পুলিশকে কিন্তু যথেষ্ট কড়া পদক্ষেপ নিতেও দেখা গেল গতকাল। রাহুলের কনভয়ের পথে কোনওভাবেই যাতে গাড়ি ঢুকতে না-পারে তাই আগে থেকে যানবাহন নিয়ন্ত্রণ করা হয়।
রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হওয়ার আগে জলপাইগুড়িতে মঞ্চ না-দেওয়া নিয়ে অধীর চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, "এ রাজনৈতিক সৌজন্যতা নয়, অসভ্যতা বলে ৷" দু'দিন আগেই রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচিতে নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলের সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এরপরেই নড়েচড়ে বসে রাজ্য সরকার।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, "আমাদের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রার নিরাপত্তা চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। আমরা সরকারের সহযোগিতা পাচ্ছি।" এর আগে 25 জানুয়ারি কোচবিহারে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। ভারত জোড়ো ন্যায় যাত্রার কনভয় লক্ষ্য করে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। তারপরেই রাহুল গান্ধি কর্মসূচি বাতিল করে হাসিমারা বায়ুসেনা ছাউনি থেকে দিল্লি উড়ে যান।
আরও পড়ুন:
- 'আপনারা বুদ্ধিজীবী, দেশকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব আপনাদের'; শিলিগুড়িতে মন্তব্য রাহুলের
- জলপাইগুড়িতে রাহুলের পদযাত্রায় কংগ্রেস কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় পুলিশ
- রাহুলের জন্য তিস্তার বোরোলি মাছের ঝোল-সহ 14 রকমের খাবারের আয়োজন জলপাইগুড়িতে