বলাগড়, 20 এপ্রিল: দইয়ের পর ঘটি-বাঙাল ভুলে গরমে আলুপোস্ত দিয়ে জমিয়ে দুপুরের ভূরিভোজ সারলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ৷ বলাগড়ের একতারপুরের প্রচার করতে গিয়ে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে মধ্যাহ্ন ভোজ সাড়েন তৃণমূলের তারকা প্রার্থী। জল-ডাব তো আছেই ৷ এবার তালিকায় নতুন সংযোজন আলু-পোস্ত ৷
শনিবার পরিকল্পনা মতোই প্রচারে বেরোন রচনা ৷ একতারপুরের গাজিপাড়ার আদিবাসী ছবি মান্ডির বাড়িতে তাঁর জন্য করা হয়েছিল এলাহি আয়োজন ৷ তৃণমূল প্রার্থীর জন্য শাক, ভাত, শুক্তো, ডাল, পটল ভাজা, আলু পোস্ত, আলু পটলের তরকারি সহযোগে ব্যবস্থা করা হয়েছিল দইয়েরও ৷ মাটির থালায় কলাপাতা দিয়ে সাজিয়ে খেতে দেওয়া হয় অভিনেত্রী তথা প্রার্থীকে ৷ মাটির বারান্দায় বসে স্থানীয় তৃনমূল নেতৃত্বের সঙ্গে মন ভরে ভোজ সারেন রচনা।
কেমন হয়েছে রান্না? রচনা প্রশ্নের উত্তরে বলেন, "প্রত্যেকটা আইটেম ভালোবেসে বানিয়েছেন ৷ খুব ভালোখেলাম।" আলু পোস্ত চেয়ে খেয়ে রচনা বলেন, "আমাকে দিতে ভুলে গিয়েছিল। আলুপোস্ত ভালোবাসি। সব বাঙালি খাবার খাই আর পোস্ত ছাড়া নিরামিষ খাবার অসম্পূর্ণ। যদিও আমি বাঙাল ৷ তবুও আলুপোস্ত খেতে ভালোবাসি।" মাটির দাওয়ায় বসে দিব্য চেটেপুটে সবকটা খাবার তৃপ্তি ভরে খান রচনা ৷ এদিন আবারও দই খেয়ে বলেন হুগলির দই ভালো। সিঙ্গুর না বলাগড়ের দই এ প্রশ্নে জানান, একটা জায়গার নাম বলে অন্য জায়াগকে দুঃখ দেওয়া ঠিক নয় ৷
রচনাকে দেখতে পেয়ে স্থানীয় অনেক মহিলা এসে জলের সমস্যার কথা তুলে ধরেন ৷ এই প্রসঙ্গে রচনা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলাগর ও পাণ্ডুয়ায় জলের সমস্যার জন্য কোটি টাকার প্রকল্প ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ৷ আশা করি মানুষের জলের সমস্যা মিটে যাবে।