বোলপুর, 8 মে: 'মোর চিত্তমাঝে চির-নূতনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ ।' আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ৷ 'ওয়ার্ল্ড হেরিটেজ' শান্তিনিকেতনে উদযাপিত হল রবীন্দ্রজয়ন্তী । বৈতালিক, ব্রহ্ম উপাসনা, বৈদিক মন্ত্রপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকবির জন্মদিন পালন করা হয় বিশ্বভারতীতে ৷ উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক-সহ অধ্যাপক-অধ্যাপিকা, পড়ুয়া, আশ্রমিক, প্রাক্তনীরা ৷ 2023 সালের 17 সেপ্টেম্বর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'প্রাণের আরাম' শান্তিনিকেতন । তারপর এই প্রথম 25শে বৈশাখ ।
বুধবার ভোরে হয় বিশ্বভারতীর গৌরপ্রাঙ্গণে বৈতালিক, রবীন্দ্রভবনে কবিকন্ঠ, উপাসনা গৃহে ব্রহ্ম উপাসনা, বৈদিক মন্ত্রপাঠ । পরে মাধবীবিতানে রবীন্দ্র জন্মোৎসব অনুষ্ঠিত হয় ৷ দিনভর নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে গুরুদেবের জন্মদিন ৷ বোলপুর-শান্তিনিকেতন হল গুরুদেবের কর্মভূমি । জীবনের অধিকাংশ সময় এখানেই কাটিয়েছেন তিনি ৷ শান্তিনিকেতনকে বিশ্বের দরবারে সমাদৃত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন কবি ৷ দেশ-বিদেশের বহু মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে তিল তিল গড়ে উঠেছে এই শান্তিনিকেতন । আজ যাকে ইউনেসকো 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা দিয়েছে । বিশ্বের প্রথম কোন লিভিং বিশ্ববিদ্যালয় এই তকমা পেয়েছে ৷ সেই বিশ্বভারতীতে 25 শে বৈশাখ মানেই সবার কাছে স্বাভাবিকভাবেই এক অন্য আবেগ । সেই আবেগে ভাসতে দেখা গেল বিশ্বভারতীর পড়ুয়া থেকে সকলকে ৷