দুর্গাপুর, 4 জানুয়ারি: অন্ডালের উখড়ায় চিকিৎসায় গাফিলতির জেরে শিশুমৃত্যুর অভিযোগ ৷ তারপরই পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে ৷ আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী ৷ ঘটনার সূত্রপাত, পায়খানা-বমি করতে থাকা গোবিন্দ বাউরি নামের বছর ছয়ের ছেলে নিয়ে তার পরিবার চিকিৎসক রাজেশ মাঝির চেম্বারে যায় ৷ অভিযোগ, গোবিন্দকে 4টি ইনজেকশন দেওয়ার 10 মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।
এরপরেই ওই ডাক্তারের চেম্বারে হুলস্থুল কাণ্ড ঘটে। ঘটনাস্থলে খবর পেয়ে তড়িঘড়ি আসে অন্ডাল থানার পুলিশ । উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে অফিসার ইনচার্জ-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন। কার্যত রণক্ষেত্র হয়ে দাঁড়ায় উখড়া হাটতলা রোড। অভিযুক্ত, চিকিৎসককে উত্তেজিত জনতার রোষের হাত থেকে বাঁচাতে পুলিশ থানায় নিয়ে যায়।
6 বছরের মৃত গোবিন্দ জোয়াল ভাঙার বাসিন্দা ৷ উখরার মাধাইগঞ্জ রোডের পাশে চিকিৎসক রাজেশ মাঝির চেম্বার ৷ মৃতের পরিবারের সদস্যরা এবং উত্তেজিত স্থানীয় বাসিন্দারা ডাক্তারের চেম্বারে ভাঙচুর চালায়। বাধা দিতে গেলে অন্ডাল থানার পুলিশের উপর ইট-পাটকেল ছুড়লে তাতে স্থানীয় বাসিন্দারাও আহত হন।