পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি কর-কাণ্ডে বিচারের দাবিতে ভোর দখল শিলিগুড়িতে, হাজির 'অর্জুন' মান্তু ঘোষ - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Protest: আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে প্রতিবাদে মুখর গোটা দেশ । বাদ পড়েনি শিলিগুড়িও । প্রথমে রাত দখল জুনিয়র ডাক্তার ফোরামের । তারপরই নির্যাতিতার বিচার চেয়ে ভোর দখল করল সচেতন সমাজ । হল সুষ্ঠ সমাজ গড়ার লক্ষ্যে মঙ্গল কামনা ও শপথবাক্য পাঠ ৷ প্রতিবাদে সামিল হন অর্জুন পুরস্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ ৷

RG Kar Protest
শিলিগুড়িতে ভোর দখলের কর্মসূচি (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2024, 1:21 PM IST

Updated : Sep 9, 2024, 1:36 PM IST

শিলিগুড়ি, 9 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে ভোর দখল কর্মসূচি শিলিগুড়িতে । নির্যাতিতার প্রতি মঙ্গল কামনা ও আগামীতে নারীদের জন্য সুষ্ঠ সমাজ গড়ার লক্ষ্যে শিলিগুড়িতে শপথবাক্য পাঠ সচেতন সমাজের । ঠিক ভোর 4টে 10 মিনিটে এই শপথবাক্য পাঠ করা হয় । শিলিগুড়ির হাসমিচকে এ দিন সমাজের সমস্ত শ্রেণির মানুষদের নিয়ে সচেতন সমাজ নামে ওই মঞ্চ প্রতিবাদে সামিল হয় । তাতে দেখা যায়, অর্জুন পুরস্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ, অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল, বিদ্যাবতী আগরওয়াল, সুদীপা চৌধুরী, স্বেচ্ছাসেবী পৌলমী চাকি নন্দী-সহ অন্যান্যদের অংশ নিতে ।

আরজি কর-কাণ্ডে বিচারের দাবিতে আন্দোলন শিলিগুড়িতে (ইটিভি ভারত)

অর্জুন মান্তু ঘোষ বলেন, "আমরা আশাবাদী সিবিআই সঠিক তদন্ত করে আরজি করের নির্যাতিতাকে বিচার দেবে । আমরা দ্রুত সুবিচার চাই ৷ সুপ্রিম কোর্টে শুনানিতে অনেক কিছু বেরিয়ে আসবে ৷" পৌলমী চাকি নন্দীর কথায়,"আমাদের এই আন্দোলন বিচার না-পাওয়া পর্যন্ত থামবে না । সমাজে যাতে আর এই বর্বরোচিত ঘটনা না-ঘটে সেই লক্ষ্যে আমরা লড়ে যাব ।"

মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মহিলাদের (নিজস্ব ছবি)

এ দিন মহিলাদের পাশাপাশি পুরুষেরাও ভোর দখলের কর্মসূচিতে অংশ নেন ৷ সেখানে দেখা যায়, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে ৷ তিনি বলেন, "একজন জনপ্রতিনিধি হিসাবে এই আন্দোলনে আমি পাশে আছি ৷ রাজ্যের মহিলাদের আন্দোলন ভবিষ্যতে মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে ৷ শিলিগুড়ির মানুষের কাছে আমার অনুরোধ, এখানে একটা স্মারক তৈরি করা হোক ৷ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনকারী কোটি কোটি মহিলার সম্মানে থাকবে এই স্মারক ৷ ভবিষ্যতে যাতে আর কোনও মহিলা অত্যাচারিত না-হয়, এই স্মারকের মাধ্যমে প্রতিবাদ আন্দোলনের প্রদীপ প্রজ্বলিত থাকবে ৷"

প্রতিবাদে সামিল অর্জুন পুরস্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ (নিজস্ব ছবি)

অন্যদিকে, রাতদখলে নামল জুনিয়র ডাক্তার ফোরাম । আরজি কর-কাণ্ডে বিচারের দাবিতে রবিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানের গেটে রাত দখলের কর্মসূচি হয় । জুনিয়র ডাক্তারদের সঙ্গে ওই অবস্থানে যোগ দেয় সাধারণ মানুষ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা । নাচেগানে প্রতিবাদে মুখর হন আন্দোলনকারীরা । বিচারহীনতার এক মাস, দখল করো 'অভয়া'র রাত, এই দাবিতে রাত থেকে সরব হন জুনিয়র ডাক্তাররা ৷ আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের পর এক মাস কেটে গেলেও এখনও বিচার অধরা । বিচার না-পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান প্রতিবাদীরা ।

Last Updated : Sep 9, 2024, 1:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details