বোলপুর, 30 মার্চ: 'নাইট স্টে' করলেই পরীক্ষায় পাশ ! ছাত্রীদের এমনই প্রতিশ্রুতি দিয়ে যৌন হেনস্তার অভিযোগ উঠল বিশ্বভারতীর অধ্যাপকের বিরুদ্ধে ৷ এই অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ ছাত্রীরা । তাঁদের অভিয়োগ, রাতে মোবাইলে মেসেজ করে ছাত্রীদের এই ধরনের কথা বলতেন বিশ্বভারতীর অতিথি অধ্যাপক । এই মর্মে বিশ্বভারতীর ইন্টারন্যাল কমপ্লেন্ট কমিটি-সহ শান্তিনিকেতন মহিলা থানায় লিখিত অভিযোগ করলেন তিন ছাত্রী ৷ বিশ্বভারতীর ভাষা ভবনের অন্তর্গত আরবি বিভাগে এক অতিথি অধ্যাপকের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে ।
অভিযোগ, বিভাগের বেশ কিছু ছাত্রীকে দিনের পর দিন ওই অধ্যাপক নানা কুপ্রস্তাব দিয়ে মেসেজ করতেন ৷ পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেওয়া, কখনও পাশ করিয়ে দেওয়া, কখনও জীবন গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীদের 'নাইট স্টে' করতে বলতেন তিনি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ ছাত্রীদের। 28 মার্চ বিশ্বভারতীর ইন্টারন্যাল কমপ্লেন্ট কমিটিতে তিনজন ছাত্রী লিখিত অভিযোগ করেছেন ৷ অভিযোগের পরেও বিশ্বভারতী কর্তৃপক্ষর থেকে কোন উত্তর না পেয়ে শনিবার শান্তিনিকেতনের মহিলা থানার দ্বারস্থ হলেন ছাত্রীরা ৷ অধ্যাপকের নামে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা ৷