পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বারুইপুরে গৃহশিক্ষকের হাতে যৌন নির্যাতনের শিকার ছাত্রী ! গ্রেফতার অভিযুক্ত - Teacher Sexually Abuses Student - TEACHER SEXUALLY ABUSES STUDENT

Teacher Sexually Abuses Student: এবার শিক্ষকের যৌন লালসার শিকার হল দ্বাদশ শ্রেণির এক ছাত্রী ৷ কোচিংয়ের পড়া শেষে ওই ছাত্রীকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ ৷ ঘটনায় বারুইপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Teacher Sexually Abuses Student
বারুইপুর থানা ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 12, 2024, 11:24 AM IST

Updated : Aug 12, 2024, 1:06 PM IST

বারুইপুর, 12 অগস্ট: কোচিং সেন্টারে নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে ৷ বারুইপুর থানা এলাকার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযোগ, গত শনিবার কোচিং সেন্টারে পড়া শেষে ওই ছাত্রীকে বসিয়ে রাখেন অভিযুক্ত শিক্ষক শুভাশিস বন্দ্যোপাধ্যায় ৷ সকলে চলে যাওয়ার পর ওই ছাত্রীকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ ৷

এই ঘটনায় বারুইপুর পুলিশ জেলার এসডিপিও অতীশ বিশ্বাস জানিয়েছেন, উচ্চমাধ্যমিকে কমার্সের ওই ছাত্রী শনিবার সন্ধেয় শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে অ্যাকাউন্টেন্সি পড়তে যায় ৷ শুভাশিস বন্দ্যোপাধ্যায় হুগলির কোন্নগড়ের বাসিন্দা ৷ তিনি বারুইপুরে একটি বাড়ি ভাড়া নিয়ে, সেখানে কোচিং সেন্টার চালাতেন ৷ সেই কোচিংয়েই পড়তে যেত নির্যাতিতা ছাত্রী ৷ অভিযোগ, শনিবার পড়া শেষে সবাই চলে গেলেও, ওই ছাত্রীকে বসিয়ে রাখেন শুভাশিস ৷ এরপরেই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ শুরু করেন তিনি ৷ তাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ ৷

ওই ঘটনার পর বাড়ি ফিরে নির্যাতিতা ছাত্রী কান্নাকাটি শুরু করে ৷ তার মাকে পুরো ঘটনাটি জানায় ওই ছাত্রী ৷ এরপর রবিবার সকালে ছাত্রীর পরিবারের তরফে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষক শুভাশিস বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে ৷ রবিবার রাতেই তাঁর কোচিং সেন্টারে হানা দেয় পুলিশ ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, এর আগেও একাধিক ছাত্রীর সঙ্গে খাপার ব্যবহার করেছেন অভিযুক্ত শিক্ষক ৷

পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের অভিযোগ স্বীকার করেছেন শুভাশিস বন্দ্যোপাধ্যায় ৷ নির্যাতিতা ছাত্রীর বয়ানও রেকর্ড করা হতে পারে ৷ আপাতত, পুরো ঘটনায় তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন বারুইপুর এসডিপিও অতীশ বিশ্বাস ৷

Last Updated : Aug 12, 2024, 1:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details