দুর্গাপুর, 11 অগস্ট: আরজি করের ঘটনার পরেই দুর্গাপুর মহকুমা হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে এগিয়ে এল বেসরকারি হাসপাতাল ৷ পরিছন্নতার উপর জোর দিতে এগিয়ে এল স্থানীয় দু'টি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল ৷ বেসরকারি হাসপাতালের কর্ণধারদের নিয়ে সাংবাদিক বৈঠকও করেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত।
রবিবার বৈঠকে হাজির ছিলেন মহকুমা হাসপাতালের সুপার ধীমান মণ্ডল ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, "দুর্গাপুর মহকুমা হাসপাতালকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের প্রধান লক্ষ্য। দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করবে কাঁকসার মলানদিঘীর বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল। আর হাসপাতালের ভিতরের পরিচ্ছন্নতার উপর জোর দেবে দুর্গাপুরের দু'টি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল। আগের তুলনায় রোগীদেরও বাড়ছে আস্থা। লক্ষ্য একটাই দুর্গাপুর মহকুমা হাসপাতালের মান উন্নয়ন করা।"